ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরির দুই শ্রমিক নিহত

প্রকাশিত: ২১:১২, ১৩ ডিসেম্বর ২০২০

গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরির দুই শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) বৈদ্যুতিক খুঁটি তৈরির মেশিন মেরামত করতে গিয়ে শনিবার দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার বল্লভপুর উজানি ছড়া এলাকার শামসুল হক খন্দকারের ছেলে কামাল হোসেন (২৭) এবং কুষ্টিয়া জেলা সদর থানার কালিশংকর এলাকার শামসুদ্দিন হোসেনের ছেলে নিশান হোসেন (২৪) জিএমপির সদর থানা পুলিশ জানায়, গাজীপুর মহানগরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) বৈদ্যুতিক খুঁটি তৈরির ৩নং ইউনিটে কংক্রিট মিক্সার মেশিনের ব্লেড পরিবর্তন ও পরিষ্কার করার জন্য শনিবার সকালে মেশিনের ভেতর প্রবেশ করেন শ্রমিক কামাল ও নিশান। এ সময় কারখানা ভবনের অন্য তলায় থাকা অপারেটর মোঃ রাজিবুজ্জামান ভুলবশত ওই মেশিনের সুইচ চালু করেন। এতে মেশিনের ভিতর থাকা ওই দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে মারা যান নিশান। আহত অপর শ্রমিক কামালকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
×