ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবনায় ইউপি সদস্য বকুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২১:১১, ১৩ ডিসেম্বর ২০২০

পাবনায় ইউপি সদস্য বকুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১২ ডিসেম্বর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দোগাছি ইউনিয়নের ৭নং ওর্য়াড সদস্য মোঃ বকুল শেখ হত্যার প্রতিবাদে খুনীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বকুল শেখ হত্যার প্রতিবাদে শনিবার বেলা দুপুরে শহরের দক্ষিণ রামচন্দ্রপুর অনন্ত বাজার এলাকা থেকে শত শত নারী পুরুষ এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে। এসময় বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রায় দুই ঘণ্টার জন্য অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ও গুলি করে দোগাছি ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ড মেম্বার বকুল শেখকে হত্যা করে পালিয়ে যায়। বকুল শেখ ওই সকল চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদ করার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই অঞ্চলের চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ মোকলেস গং এর সদস্য রানা, আলীম, মামুনসহ আরও বেশ কিছু সন্ত্রাসী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান তারা। সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনীদের গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারি জানানো হয়। উল্লেখ্য, শহরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মোঃ দুলাল শেখের ছেলে মোঃ কবুল শেখকে শুক্রবার রাতে অনন্তবাজার এলাকায় মহাসড়কের ওপরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
×