ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে অটোরিক্সা গ্যারেজের মালিককে কুপিয়ে খুন

প্রকাশিত: ২১:১১, ১৩ ডিসেম্বর ২০২০

শ্রীপুরে অটোরিক্সা গ্যারেজের মালিককে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে অটোরিক্সার এক গ্যারেজের মালিককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ শনিবার তার লাশ উদ্ধার করেছে। নিহতের নাম গিয়াস উদ্দিন (৫২)। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি নতুন বাজার এলাকার মৃত হাজী আব্দুল মালেকের ছেলে। নিহতের বড়ভাই জানান, শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় নিজের গ্যারেজে রয়েছে গিয়াস উদ্দিনের। এই গ্যারেজে তিনি ব্যাটারিচালিত অটোরিক্সা তৈরি ও অটোরিক্সার বৈদ্যুতিক চার্জের কাজ করতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি গ্যারেজে একাই ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ভাড়ায় রিক্সা নেয়ার জন্য চালকেরা গ্যারেজে গিয়ে দরজা খোলা দেখতে পায়। তারা ভেতরে প্রবেশ করে গিয়াস উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় কম্বল দিয়ে ঢাকা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। ভালুকায় স্ত্রী হত্যা নিজস্ব সংবাদদাতা ভালুকা থেকে জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় এক নারী মিল শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করে উধাও হয়েছে পাষণ্ড স্বামী। ভালুকা মডেল থানা পুলিশ শুক্রবার রাতে নিহতের লাশ উদ্ধার করেছে। জানা যায়, ঘটনার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্থানীয় এ্যাডভান্স গার্মেন্টন্স-এর নারী শ্রমিক এক সন্তানের জননী রিক্তামনি (২৩) কে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী মোতালেব ঘরের চৌকির ওপর ফেলে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজা বাইর থেকে আটকিয়ে পালিয়ে যায়। পরে পাশের রুমের আরেক ভাড়াটিয়া শাওনকে ফোনে ঘরে তার বউ জীবিত আছে না মরে গেছে তা দেখতে বললে শাওন গিয়ে চৌকির ওপর রিক্তার লাশ দেখতে পেয়ে আশপাশের সবাইকে বিষয়টি জানালে বাড়ির মালিক থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রিক্তা মনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কৃষ্ণরামপুর এলাকার সাহিদ মিয়ার মেয়ে এবং তার স্বামী মোতালেব একই এলাকার আঃ কাদিরের ছেলে। বাউফলে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, লাউগাছ লাগানোকে কেন্দ্র করে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে রানী বেগম (৫৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুষ্প বেগম (৪৫) নামে এক নারীকে পুলিশ আটক করেছে। জানা গেছে, ঘটনার দিন সকাল ৮টার দিকে আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী রানী বেগম বাড়ির সামনের রাস্তার পাশে লাউগাছ লাগাচ্ছিলেন। এ সময় একই বাড়ির আবদুল হালিম (৫০) ও তার স্ত্রী পুষ্প বেগম বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল হালিম দায়ের উল্টা পাশ দিয়ে রানী বেগমের ঘাড়ের ওপর আঘাত করেন। বাড়ির অন্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।
×