ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএমডিএর ৩৮ কর্মকর্তা কর্মচারীকে একযোগে বদলি

প্রকাশিত: ২১:১১, ১৩ ডিসেম্বর ২০২০

বিএমডিএর ৩৮ কর্মকর্তা কর্মচারীকে একযোগে বদলি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একযোগে ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে মাঠ পর্যায়ে বদলি করা হয়েছে। পৃথক দুটি আদেশে এ বদলির পর এক শ্রেণীর কর্মকর্তারা আদেশ ঠেকাতে নানা তৎপরতাও শুরু করছেন। বিএমডি কর্তৃপক্ষ জানায়, কৃষির উন্নয়নে প্রায় তিন যুগ ধরে রাজশাহী ও রংপুর বিভাগে কাজ করছে বিএমডিএ। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের পদ শূন্য থাকলেও সবায় থাকতে চান রাজশাহী শহরের প্রধান কার্যালয়ে। জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীরা পোস্টিং নিতে অনিচ্ছুক। তাদের পছন্দের স্থান রাজশাহীর প্রধান কার্যালয়। মাঠ পর্যায়ের জনবলের ঘাটতি থাকার কারণে প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। কৃষকরা পাচ্ছেন না ন্যায্য সেবা। এ কারণে প্রধান কার্যালয় থেকে সম্প্রতি পৃথক দুটি আদেশে ৩৮ জনকে একযোগে বদলি করা হয়েছে। জানা গেছে, বিএমডিএর প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় জনবলের তুলনায় অধিক সংখ্যক জনবল রয়েছে। এদের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অলস ও কর্মহীনভাবে বেতনভাতা উত্তোলন করছেন। অন্যদিকে মাঠ পর্যায়ে জনবলের ঘাটতি থাকায় সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে একাধিকবার গণমাধ্যমে খবর প্রকাশ হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরে প্রধান কার্যালয়সহ বৃহত্তর রাজশাহী জেলায় অবস্থানকারী কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র বদলি করা সম্ভব হয়নি। দীর্ঘকাল ধরে একই কর্মস্থলে অবস্থান করায় তারা নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবস্থায় বিএমডিএর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আব্দুর রশিদের কাছ থেকে নির্বাহী পরিচালকের দায়িত্বগ্রহণ করেন শ্যাম কিশোর রায় (যুগ্ম সচিব)। দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর পর বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান করে বদলির আদেশ জারি করেন। প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর এ বদলির সুপারিশ করা হয়। অবশেষে বিএমডিএর গতিশীলতা ফেরাতে বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত আদেশে ১৬ জন সহকারী প্রকৌশলী ও ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছেন। যাদের মধ্যে ৪ জন উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী, ১২ জন উপ-সহকারী প্রকৌশলী, ৫ জন পরিদর্শক ও ১জন নক্সাকার। বিএমডিএ সূত্র জানায়, বদলি আদেশে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সন্তুষ্ট। তাদের অভিমত দীর্ঘদিন পরে হলেও বিএমডিএর জমা বরফ গলতে শুরু করেছে। তবে বদলি হওয়া এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এ আদেশ বাতিলের জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা শুরু করেছে। তারা বদলি আদেশ বাতিলের জন্য প্রধান কার্যালয়ের সামনে গত ৯ ডিসেম্বর সমবেত হয়ে অপতৎপরতাও চালায়।বিএমডিএর নির্বাহী পরিচালক শ্যাম কিশোর রায় (যুগ্ম সচিব) জানান, ‘প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেশের আবাদযোগ্য এক ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে।
×