ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাসানচরে প্রথম সন্তান জন্ম দিলেন রোহিঙ্গা নারী রাবেয়া

প্রকাশিত: ২৩:১৭, ১২ ডিসেম্বর ২০২০

ভাসানচরে প্রথম সন্তান জন্ম দিলেন রোহিঙ্গা নারী রাবেয়া

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ১১ ডিসেম্বর ॥ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে প্রথম সন্তান জন্ম দিলেন রাবেয়া বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারী। শুক্রবার সকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান প্রসব করেন রাবেয়া। রাবেয়া ভাসানচরে ৭ নং ক্লাস্টারের ৮ নম্বর হাউসের আবুল কাশেম হাসানের স্ত্রী। সে কুতুপালং থেকে প্রথম ধাপে ভাসানচরে আসা ১৬শ’ ৪২ জনের একজন। এর আগে প্রসব ব্যথা শুরু হলে তাকে নৌ-এ্যাম্বুলেন্সে ভাসানচর থেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় রাবেয়ার সঙ্গে তার শাশুড়ি মোমেনা খাতুন ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সেবিকা ছিলেন। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের ডাক্তার বিমান চন্দ্র আচার্য জানান, সন্তান প্রসব করা রাবেয়া ও তার নবজাতক সন্তান দুজনই সুস্থ রয়েছে। রাবেয়ার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার লিটন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্বাভাবিক ছিল না। অনেক চেষ্টার পর শুক্রবার সকালে তাকে নরমাল ডেলিভারি করানো হয়। পরে নৌ-এ্যাম্বুলেন্সে সকালে তাকে ভাসানচর পৌঁছে দেয়া হয়। নবজাতকের মা রাবেয়া জানান, ভাসানচরে আসার পর আমি প্রতিনিয়ত ভাসানচরে হাসপাতাল-১ এর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। এখানকার ডাক্তারদের অধিক আন্তরিকতায় আমি খুবই খুশি। আমরা মা ও ছেলে উভয় খুব ভাল আছি।
×