ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মুন্সীগঞ্জে আনন্দ মিছিল

প্রকাশিত: ২৩:১৭, ১২ ডিসেম্বর ২০২০

পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মুন্সীগঞ্জে আনন্দ মিছিল

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ১১ ডিসেম্বর ॥ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝ নদীতে ১২ থেকে ১৩নং পিয়ারের ওপর পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান ‘২-এফ’ ১০ ডিসেম্বর বসানোর পর শতভাগ দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেয়ায় মুন্সীগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলার লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা-মাওয়া-শিমুলিয়া ঘাট সড়কের শিমুলিয়া ভাঙ্গা মোড়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। ‘পদ্মা সেতুর রূপকার, শেখ হাসিনা সরকার’ স্লোগানকে সামনে রেখে উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন। এ সময় আনন্দ মিছিলে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা খান, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম দেওয়ান, যুবলীগের সভাপতি কামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজিবসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
×