ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘরের আগুনে পুড়ছে সিলেট বিএনপি

প্রকাশিত: ২৩:১৩, ১২ ডিসেম্বর ২০২০

ঘরের আগুনে পুড়ছে সিলেট বিএনপি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে ঘরের আগুনে পুড়ে মরছে বিএনপি। নেতাদের মধ্যে হানাহানি ও আধিপত্যকে কেন্দ্র করে জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। এই দুঃসময়ে দায়িত্বশীল নেতারা ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা না করে নিজেদের মধ্যে হানাহানির কারণে সমর্থক-কর্মীরা হতাশায় ভুগছেন। জানা গেছে, আহ্বায়ক কমিটি দিয়ে চলছে সিলেট জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে গত বছর ২ অক্টোবর ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হলেও সম্মেলন দূরে থাক, তারা কোন উপজেলায় কমিটি করতে পারেনি। আহ্বায়ক কমিটিতেও দেখা দেয় মতবিরোধ। আহ্বায়ক কমিটির ১৬ জন একদিকে, বাকি নয়জন আরেক দিকে ‘জোট’ বাঁধেন। অনেক দেনদরবারের পর ১৩ উপজেলা ও পাঁচটি পৌরসভার প্রত্যেকটিতে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেয়া হয়। কিন্তু এসব কমিটি নিয়েও জেলা আহ্বায়ক কমিটিতে বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। নয়জনের জোট থেকে দাবি করা হয়, উপজেলা ও পৌর কমিটি তাদের পক্ষের কাউকে দায়িত্বে রাখা হয়নি। এ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ উত্থাপন করা হয়। পরে কেন্দ্রের নির্দেশে কমিটিগুলোর প্রত্যেকটিতে ছয়জন করে সদস্য বাড়ানো হয়। সে অনুযায়ীই উভয় পক্ষের লোক দিয়ে কমিটির আকার বাড়ানো হয়। এরপর জেলার আহ্বায়ক কমিটির বিরোধ সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। কিন্তু জানুয়ারিতে সম্মেলন আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে আবারও বিরোধ মাথা চাড়া দিয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ নেতা মনে করছেন, আহ্বায়ক কমিটির বাকি ১৬ নেতার মধ্য থেকেই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তাই তারা এখন প্রকাশ্যে বিরোধিতায় নেমেছেন। গত সোমবার তারা সংবাদ সম্মেলন করে জেলার আহ্বায়ককে ‘অযোগ্য ও অদক্ষ’ বলে মন্তব্য করেন।
×