ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শঙ্কা কাটিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ২৩:৩৫, ১১ ডিসেম্বর ২০২০

শঙ্কা কাটিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে সব ধরনের ফুটবলেই খুব একটা সুবিধা করতে পারছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পরাশক্তিদের পারফরমেন্সে উত্থান-পতন লক্ষণীয়। যে কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার শঙ্কা জেগেছিল গ্যালাক্টিকোদের। কিন্তু শেষ পর্যন্ত শঙ্কাটা সত্যি হতে দেয়নি আসরের রেকর্ড সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, শেষ ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডব্যাচকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকেট কেটেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে নিজেদের অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানোতে রিয়ালের জয়ের নায়ক ফরাসী ফরোয়ার্ড করিম বেঞ্জামা। তিনি একাই করেন জোড়া গোল। হেরেও গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে নকআউট রাউন্ডে পৌঁছে গেছে মনশেনগ্লাডব্যাচ। তাদের সুযোগ করে দিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ক। সান সিরোতে স্বাগতিক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সাথে গোলশূন্য ড্র করে কপাল পুড়িয়েছে শাখতার। যে কারণে মনশেনগ্লাডব্যাচের সমান ৮ পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ের হিসেবে তিন নম্বর হতে হয়েছে শাখতারকে। অথচ ম্যাচটি জিতে গেলে তারাই চলে যেত পরের পর্বে। আর ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে রিয়াল। ‘এ’ গ্রুপ থেকে আগেই শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছিল বেয়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। দু’টি দলই জয় দিয়ে গ্রুপ পর্বের মিশন শেষ করেছে। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বেয়ার্ন ২-০ গোলে হারিয়েছে সফরকারী রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোকে। স্বাগতিক অস্ট্রিয়ান ক্লাব রেড বুলস সালসবার্গকে একই ব্যবধানে হারিয়েছে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। ‘সি’ গ্রুপেও আগেই নকআউট রাউন্ড নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি ও এফসি পোর্তো জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। গ্রুপ সেরা হওয়া ইংলিশ ক্লাব সিটি ইতিহাদে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্সের অলিম্পিক মার্শেইকে। আর পোর্তো ২-০ গোলে হারিয়েছে গ্রীসের অলিম্পিয়াকোসকে। ‘ডি’ গ্রুপে শেষটা ভাল হয়নি লিভারপুলের। মোহাম্মদ সালাহর গোলে প্রথম মিনিটে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ডেনমার্কের মিডজিল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। আর আগেই বিদায় নিশ্চিত হওয়া আয়াক্স শেষ ম্যাচেও ১-০ গোলে হেরেছে ইতালির আটালান্টার কাছে। মনশেনগ্লাডব্যাচের বিরুদ্ধে বাঁচামরার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। যার ফলশ্রুতিতে রাইট-ব্যাক লুকাস ভাসকুয়েজের ক্রসে নবম মিনিটে বেঞ্জামা দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন। ৩২ মিনিটে রডরিগোর ক্রসে বেঞ্জামা আবারও হেডে গোল করলে রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়। বাকি সময়ে আরও কয়েকটি সহজ সুযোগ হাতাছাড়া হয় রিয়ালের। ম্যাচ শুরুর আগে টানেলে খেলোয়াড়দের সাথে দেখা করেন রিয়াল সভাপাতি ফ্লোরেন্টিনো পেরেজ। তার উপস্থিতি খেলোয়াড়দের দারুণভাবে উজ্জীবিত করে। ‘এইচ’ গ্রুপে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের হ্যাটট্রিকে তুরস্কের ইস্তান্বুল বাসাকসেহিরকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসী জায়ান্ট পিএসজি। বর্ণবাদের অভিযোগে মঙ্গলবার রাতে ম্যাচটি ১৪ মিনিট হওয়ার পর দুই দল মাঠ ছেড়ে চলে গেলে বাতিল করা হয়েছিল। পরশু রাতে প্যারিসে ১৪ মিনিট থেকেই পুনরায় ম্যাচটি শুরু হয়। ম্যাচ শুরুর পর থেকেই বিশে^র সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার দুর্দান্ত খেলতে থাকেন। ২১, ৩৮ ও ৫০ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। ৪২ ও ৬২ মিনিটে পিএসজির হয়ে বাকি দুই গোল করেন কিলিয়ান এমবাপে। একনজরে শেষ ষোলোর দলগুলো বেয়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, পিএসজি, এ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া মনশেনগ্লাডব্যাচ, এফসি পোর্তো, আটালান্টা, সেভিয়া, ল্যাজিও, বার্সিলোনা ও আরবি লাইপজিগ। (সর্বোচ্চ ৪টি করে জার্মানি ও স্পেনের ক্লাব, ৩টি করে ইংল্যান্ড ও ইতালির, ১টি করে ফ্রান্স ও পর্তুগালের, নকআউট রাউন্ডের ড্র সোমবার)
×