ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘দেশি গার্ল’ কিয়ারা

প্রকাশিত: ০১:৩২, ১০ ডিসেম্বর ২০২০

‘দেশি গার্ল’ কিয়ারা

এক সময়ে দেশি গার্ল হিসেবে ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনালি রঙের শাড়ি জড়ানো সাবেক বিশ্বসন্দুরী এই নায়িকা ‘দোস্তানা’ ছবিতে আইটেম সঙ দেশি গার্ল’-এর সাথে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। সেই থেকে সবার কাছে দেশি গার্ল হিসেবে পরিচিতি পান প্রিয়াঙ্কা। তবে এবার অনেক দিন পর সবার কাছে নতুন দেশি গার্লরূপে আবির্ভূত হয়েছেন বলিউডের নতুন প্রজন্মের সুন্দরী উদ্ভিন্ন যৌবনা অভিনেত্রী কিয়ারা আদভানি। হালে মুক্তিপ্রতীক্ষিত ‘ইন্দু কী জাওয়ানি’ ছবির জনপ্রিয় আইটেম সঙ হিলিন টুট গ্যায়ি’ এর দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে নতুন দেশি গার্লরূপে উপস্থিত হয়েছেন তিনি। নতুন এ ছবির আইটেম সঙটিতে চমৎকার সোনালী বর্ণের সাজ সজ্জায় পোশাকে কিয়ারার অসাধারণ আবেদনময় লুক দর্শক মনে শিহরণ তুলেছে। বলা যায়, উদ্দাম ঝড় সৃষ্টি করেছেন তিনি। মাত্র অল্প কিছুদিন আগে গত দিওয়ালি উৎসবের সময় ডিজনি হটস্টারে মুক্তিপ্রাপ্ত ‘লাক্সমি’ ছবিতে অক্ষয় কুমারের সাথে আইটেম সঙ বুর্জ খলিফা‘য় কিয়ারার ঝড় তোলা পারফরমেন্সের আমেজ এখনও মিলিয়ে যায়নি দর্শকদের মন থেকে। ‘লাক্সমি’ ছবিটি ততটা সাড়া জাগাতে না পারলেও কিয়ারা আদভানি তার পর্দা উপস্থিতির মাধ্যমে বাজিমাত করেছেন। আগামীকাল ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে স্বাস্থ্যবিধি মেনে মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘ইন্দু কী জাওয়ানি’। মফস্বল শহরের এক তরুণীর রোমান্টিসিজমের মজাদার অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। এখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি। ‘ইন্দু কী জাওয়ানি’ ছবিটি আরও বেশ কয়েক মাস আগেই প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তারিখ নির্ধারিত ছিল। করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে তখন ছবিটির মুক্তি স্থগিত হয়ে যায়। যদিও পরবর্তীতে ওটিটি প্ল্যাটফরমে বলিউডি নতুন সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ‘ইন্দু কী জাওয়ানি’ ছবিটি প্রেক্ষাগৃহেই আসছে। ধারণ ক্ষমতার অর্ধেক সংখ্যক দর্শককে নিয়ে সিনেমার প্রদর্শনী চলবেÑ তেমন শর্ত সাপেক্ষে নতুন এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিয়ারা আদভানিকে গত এক বছরে ‘গুড নিউজ’, ‘গিল্টি’, ‘লাক্সমি’ ছবিগুলোতে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে। বছরের শেষ প্রান্তে এসে ‘ইন্দু কী জাওয়ানি’ ছবিটি মুক্তি পাচ্ছে। বর্তমানে ভার্চুয়ালি অভিনীত ছবির প্রচারণা কার্য চালাচ্ছেন কিয়ারা। বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর তার ৬ বছর পেরিয়েছে ইতোমধ্যে। ‘ফাগলি’ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়েছিল বলিউডে। এরপর ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড, স্টোরি’, ‘মেশিন’, ‘লাস্ট স্টোরিজ’, ‘কলঙ্ক’, ‘কবির সিং’ ছবিগুলোতে তাকে দেখা গেছে। কিয়ারার পথচলা ৬ বছরের হলেও তার হাতের ছবির সংখ্যা তেমন বাড়েনি। তবে এখন তার হাতে বেশ অনেক ছবি নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। আগামী বছর মুক্তি পাবে কিয়ারা আদভানি অভিনীত ‘শের শাহ’, ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিয়ো’ ছবিগুলো। ‘শের শাহ’ ছবিতে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। গত মাসে কিয়ারা কাজ শুরু করেছেন যুগ যুগ জিয়ো’ ছবিটি। এ ছবিতে তার নায়ক বরুণ ধাওয়ান। সঙ্গে আরও আছেন অনিল কাপুর, নিতু কাপর প্রমুখ। এদিকে হালে প্রখ্যাত চিত্রনির্মাতা আশুতোষ গোয়ারিকারের নতুন ছবি ‘কররাম কুররাম’-এ প্রধান ভূমিকায় কাস্ট হয়েছেন কিয়ারা আদভানি। একদল নারীর সমবায়ের মাধ্যমে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়া এবং বিশাল প্রতিষ্ঠান গড়ে তোলার সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। মহিলা গৃহ উদ্যোগ সংগঠনটি আরও অনেক আগেই ভারতে পাপড় তৈরি ও বিক্রির ব্যবসায় এক চেটিয়াত্ব অর্জন করেছে। সেইসব সাহসী উদ্যোগী নারীর ক্ষমতায়নের উদ্দীপনামূলক একটি ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ লাভ কিয়ারার ক্যারিয়ারে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সন্দেহ নেই। স্রেফ গ্ল্যামার গার্ল হিসেবে নয় একজন সত্যিকার সুঅভিনেত্রী রূপেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তিনি। আলোচ্য ‘কররাম কুররাম’ ছবিটি তাকে নতুনভাবে পরিচিত করবে বলে সন্দেহ নেই। বলিউডে এখন নতুন প্রজন্মের নায়িকাদের ক্রমেই উপরে উঠে আসার ব্যাপারটি বেশ চোখে পড়ছে। কিয়ারাও তাদের মধ্যে একজন। এই করোনাকালেও প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা ‘ইন্দু কী জাওয়ানি।’ ইতোমধ্যে এ ছবির কয়েকটি নাচ-গান বেশ ঝড় তুলেছে দর্শক মনে। ধারণা করা যায়, এ ছবির মাধ্যমে বলিউডে আবার নতুন করে শিহরণ জাগাবেন কিয়ারা। বর্তমানে হিন্দী সিনেমার দর্শকদের পছন্দের অভিনেত্রী হিসেবে তার নামটি উঠে আসছে বার বার। যে কারণে চিত্রনির্মাতারাও কিয়ারাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন সিনেমায় কাস্ট করছেন।
×