ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেন আমাকে নিগ্রো বললে?

প্রকাশিত: ২৩:৪৫, ১০ ডিসেম্বর ২০২০

কেন আমাকে নিগ্রো বললে?

স্পোর্টস রিপোর্টার ॥ বর্ণবাদের কালো থাবা থেকে নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনও রেহাই পায় না। মাঝে মধ্যেই খেলার মাঠে ন্যক্কারজনক এমন ঘটনা দেখা যায়। মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে স্বাগতিক পিএসজি ও সফরকারী তুরস্কের ক্লাব ইস্তান্বুল বেসিকসেহির মধ্যকার ম্যাচে অনাকাক্সিক্ষত এমন ঘটনা ঘটেছে। ম্যাচের ১৪ মিনিটে টাচলাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুরস্কের দলটির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লালকার্ড দেখান রেফারি। এরপর তিনি ওখানে দাঁড়িয়েই ম্যাচের চতুর্থ কর্মকর্তা সেবাস্টিয়ান কোলটেসকুর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন। বেশ কিছুক্ষণ বিতর্কের ১০ মিনিট পর মাঠ ছাড়েন দু’দলের ফুটবলাররা। এ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে কারণে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা। গত রাতে ১৪ মিনিট থেকে ম্যাচটি আবার হওয়ার কথা ছিল। উয়েফা এক বিবৃতিতে ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে সম্পূর্ণ নতুন ম্যাচ অফিসিয়াল দল দিয়ে ম্যাচটি পরিচালনা করা হবে। রেফারি লালকার্ড দেখানোর পর দেখা যায়, ওয়েবো চতুর্থ ম্যাচ অফিসিয়ালের দিকে আঙ্গুল তুলে ক্ষুব্ধ কণ্ঠে বলছেন, ‘কেন তুমি আমাকে নিগ্রো বললে?’ এ প্রসঙ্গে ওয়েবো আরও বলেন, ‘আপনি কখনই কাউকে বলতে পারেন না শ্বেতাঙ্গ মানুষ। আপনাকে শুধু বলতে হবে মানুষ। তাহলে কেন একজনকে কৃষ্ণাঙ্গ মানুষ বলবেন, আপনি কি কালো মানুষ বলতে পারেন? পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্বেবের বক্তব্যও ক্যামেরায় ধরা পড়েছে, তিনি বলেছেন, ‘সত্যিই উনি (চতুর্থ অফিসিয়াল) এই কথা বলেছে? ঠিক আছে, আমরাও মাঠ ত্যাগ করব। আমরা এখনই মাঠ ত্যাগ করব।’ এই ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ টায়েপ এরডোয়ান এক বার্তায় জানিয়েছেন, ‘উয়েফার যথাযথ পদক্ষেপ নেয়া উচিত। আমরা সবসময় বর্ণবাদ ও নিপীড়নের বিরুদ্ধে। বর্ণবাদী এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও। ম্যাচের পর এক টুইটে তিনি লিখেছেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা আপনার পাশে আছি।’
×