ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেড টেস্টে ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২৩:৪৪, ১০ ডিসেম্বর ২০২০

এ্যাডিলেড টেস্টে ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ১৭ ডিসেম্বর এ্যাডিলেডে ডে-নাইট টেস্ট দিয়ে শুরু হচ্ছে বহুল আলোচিত অস্ট্রেলিয়া-ভারত ‘বোর্ডার-গাভাস্কার’ ট্রফির দ্বৈরথ। স্বাগতিক অসিদের জন্য বড় ধাক্কা চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগায় মাঠ ছাড়েন তিনি। পরে খেলতে পারেননি তৃতীয় ওয়ানডে ও গোটা টি২০ সিরিজ। প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া তাই সেই অর্থে বিস্ময়কর নয়। তবে অস্ট্রেলিয়ার সম্ভাবনায় জোর আঘাত অবশ্যই। ওয়ার্নার আপাতত সিডনিতেই পুনর্বাসন চালিয়ে যাবেন। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছে দল। এছাড়া পেসার জস হ্যাজলউড ভুগছেন পিঠের ব্যথায়, স্পিনার এ্যাস্টন এ্যাগারের পায়ে সমস্যা, অলরাউন্ডার মার্কাস স্টয়নিস পেশির চোটে আক্রান্ত। অস্ট্রেলিয়া কোচ স্বীকার করেছেন এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে এতগুলো চোট তারজন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। সিডনিতে শুক্রবার থেকে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া ‘এ’ দল। মোক্ষম প্রস্তুতি সারতে ফ্লাডলাইটের আলোয় তিনদিনের এ ম্যাচটাও হবে ডে-নাইট। জাতীয় দলের অনেকে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেনে সিরিজের বাকি তিন টেস্ট শুরু যথাক্রমে ২৬ ডিসেম্বর, ৭ ও ১৫ জানুয়ারি।
×