ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে টি২০ কাপ খেলা শেষ রাহীর

প্রকাশিত: ২৩:৪৩, ১০ ডিসেম্বর ২০২০

ইনজুরিতে টি২০ কাপ খেলা শেষ রাহীর

স্পোর্টস রিপোর্টার ॥ রাজশাহীর বিরুদ্ধে মঙ্গলবার ম্যাচে যখন বরিশালের পেসার আবু জায়েদ রাহী স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তখনই আসলে বোঝা হয়ে যায় বঙ্গবন্ধু টি২০ কাপে আর খেলা হবে না। শেষ পর্যন্ত তাই হলো। টি২০ কাপে খেলা শেষ হয়ে গেছে রাহীর। ইনজুরি নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন। বোলিংয়ের সময় পায়ের মাংসপেশিতে আঘাত পান। মঙ্গলবার রাজশাহীর ইনিংসে নবম ওভারে দ্বিতীয় ডেলিভারির জন্য দৌড় শুরু করেছিলেন রাহী। হঠাৎ তার গতি মন্থর হয়ে যায়, এরপর থেমে যান এবং নুইয়ে বাঁ-হাঁটু চেপে ধরেন। পরে মাটিতে লুটিয়ে পড়েন। চোটে পড়ে মাঠের বাইরে যাওয়ার আগে রাহী ২.১ ওভার বল করে দেন ১১ রান। ওভারের বাকি ৫টি বল করেন আফিফ হোসেন ধ্রুব। মেডিক্যাল পরীক্ষা শেষে জানা গেছে, ফার্স্ট ডিগ্রী টিয়ারে ভুগছেন। ফরচুন বরিশাল দলের ফিজিওথেরাপিস্ট জয় বিশ্বাস জানিয়েছেন, এমন চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগে। রাহীর ইনজুরিটা জাতীয় দলের জন্যও আতঙ্কের। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমন মুহূর্তে মূল পেসার রাহীর ইনজুরি ভাবনা বাড়াচ্ছে।
×