ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যারাডোনার পর চলে গেলেন কোচ সাবেলা

প্রকাশিত: ২৩:৪৩, ১০ ডিসেম্বর ২০২০

ম্যারাডোনার পর চলে গেলেন কোচ সাবেলা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিশ্ব ফুটবলের বরপুত্রের পর এবার চলে গেলেন দেশটির সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলাও। মঙ্গলবার ৬৬ বছর বয়সে মারা যান লিডস ও শেফিল্ড ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই কোচ। তার আগে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছিলেন মেসি-এ্যাগুয়েরোদের সাবেক এই কোচ। সাবেলার অধীনে আর্জেন্টিনা ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। ১৯৭৮-৮০ সাল পর্যন্ত সাবেলা শেফিল্ড ইউনাইটেডের হয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন। এরপর লিডসে যোগ দিয়ে ২৩টি ম্যাচ খেলেন। আর্জেইন্টান কিংবদন্তি ও সাবেক কোচ দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই সাবেলার মৃত্যু হলো। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তারা জানিয়েছে, ‘আলেসান্দ্রো সাবেলার মৃত্যুতে পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন মুহূর্তে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’ ম্যারাডোনার সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর শেফিল্ড ইউনাইটেড থেকে সাবেলাকে উড়িয়ে এনেছিল রিভার প্লেট। ২০০৯ সালে তার অধীনে এস্তুদিয়ান্তেস কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছিল। ২০১১ সালে সাবেলা আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়ে ২০১৪ সালের বিশ্বকাপ পর্যন্ত ছিলেন। জাতীয় দলের হয়ে ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তার মৃত্যুতে শোকাহত দেশটির সেরা তারকা লিওনেল মেসি। এ প্রসঙ্গে বার্সিলোনার আর্জেন্টাইন অধিনায়ক এলএম টেন তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনার সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। আলেসান্দ্রো (সাবেলা) অসাধারণ মানুষ ছিলেন, পাশাপাশি তিনি এক দুর্দান্ত পেশাদার ব্যক্তি ছিলেন। যিনি আমার ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছিলেন এবং আমি তার কাছে অনেক কিছু শিখেছি। বিশ্বকাপের বাছাইপর্ব এবং বিশ্বকাপের মূল আসরে তারসঙ্গে আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কিছু স্মৃতি আছে। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’
×