ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডে হোল্ডারদের শেষ পরীক্ষা

প্রকাশিত: ২৩:৪২, ১০ ডিসেম্বর ২০২০

নিউজিল্যান্ডে হোল্ডারদের শেষ পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ফেয়ার প্লে এ্যাওয়ার্ড জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনর কারণে গোটা বিশ্ব ক্রীড়াঙ্গন যখন থমকে গিয়েছিল তখন ইংল্যান্ড সফরের মধ্য দিয়ে জেসন হোল্ডারের দলই প্রথম মাঠে খেলা ফিরিয়ে আনে। সিরিজ হারলেও সাউদাম্পটনের প্রথম টেস্ট জিতে চমকে দিয়েছিল সাহসী ক্যারিবীয়রা। সেই উইন্ডিজই নিউজিল্যান্ডে এসে হালে পানি পাচ্ছে না। ২-০তে টি২০ সিরিজ খোয়ানোর পর হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস ও ১৩৪ রানের ব্যবধানে লজ্জাজনকভাবে হারে সফরকারীরা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় ওয়েলিংটনে শুরু সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট। ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর কঠিন পরীক্ষায় কেমার রোচ ও শন ডওরিচকে পাচ্ছেন না অধিনায়ক জেসন হোল্ডার। বাবার মৃত্যুর কারণে নিউজিল্যান্ড ছেড়ে এরই মধ্যে দেশে ফিরে গেছেন তারকা পেসার কেমার রোচ। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন ডওরিচ। প্রথম টেস্টের এক ইনিংসেও ব্যাট করতে পারেননি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোর ২২ বছর বয়সী জোশুয়া ডি সিলভা ১৪ জনের দলে অন্তর্ভুক্ত হয়েছেন। স্টাম্পের পেছনে ডওরিচের স্থলাভিষিক্ত হয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে একটি সেঞ্চুরি এই তরুণের। এই বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১৩৩ ও ৫৬ রান করেছিলেন ডি সিলভা। রোচ ও ডওরিচকে হারানোর পাশাপাশি শিমরন হেটমায়ার ও কিমো পলের ফিটনেস নিয়েও উদ্বেগে আছে উইন্ডিজ ম্যানেজমেন্ট। অন্যদিকে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করতে আত্মবিশ্বাসী কিউইরা আছে ফুরফুরে মেজাজে। প্রথম টেস্টে ২৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আইসিসি র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ হোম সিরিজ সামনে রেখে ওয়েলিংটনে একাধিক রিজার্ভ ক্রিকেটারকে বাজিয়ে দেখতে পারে স্বাগতিকরা।
×