ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ জিতলেই প্লে-অফ নিশ্চিত ঢাকার

প্রকাশিত: ২৩:৪১, ১০ ডিসেম্বর ২০২০

আজ জিতলেই প্লে-অফ নিশ্চিত ঢাকার

মিথুন আশরাফ ॥ বঙ্গবন্ধু টি২০ কাপে আজ জিতলেই প্লে-অফে খেলা নিশ্চিত করবে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের ঢাকা জেমকন খুলনার বিরুদ্ধে লড়াই করবে। ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে। একইদিন আরেকটি ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৫টায় গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। ঘন কুয়াশার কারণে টুর্নামেন্টের খেলার সময় পরিবর্তন আনা হয়েছে। আগের সূচী অনুযায়ী প্রথম ম্যাচ দুপুর দেড়টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় ছিল। চট্টগ্রামের বিরুদ্ধে বরিশালের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে হারলেই বিদায় ঘণ্টা বাজতে পারে বরিশালের। জিতলে প্লে-অফে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে থাকবে। লীগপর্ব শেষ হতে আর ৪ ম্যাচ বাকি আছে। আজ হয়ে যাবে দুটি ম্যাচ। শনিবার হবে আরও দুটি ম্যাচ। এরপরই লীগপর্ব শেষ হবে। প্লে-অফে খেলতে নামার জন্য দলগুলো প্রস্তুত হবে। কিন্তু এখনও প্লে-অফের ৪ দল চূড়ান্ত হয়নি। প্লে-অফের দুই দল নিশ্চিত হয়ে গেছে। মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহী হারতেই চট্টগ্রাম ও খুলনার প্লে-অফ খেলা নিশ্চিত হয়েছে। পাঁচ দলের টুর্নামেন্টে আর দুটি দলের প্লে-অফ খেলা নিশ্চিত হবে। পয়েন্ট তালিকায় চট্টগ্রাম ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। এরপর ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে খুলনা দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে আছে ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট পাওয়া ঢাকা। চতুর্থ স্থানে ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে। ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে পঞ্চম স্থানে আছে বরিশাল। আর দুই দলের প্লে-অফে খেলা নিশ্চিত হবে। চট্টগ্রাম ও খুলনার পর তৃতীয় দল হিসেবে ঢাকার প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যেতে পারে আজ। যদি খুলনাকে হারাতে পারে দুর্দান্ত খেলতে থাকা মুশফিকের দল। লীগপর্বে দুই দলের মধ্যকার প্রথম লড়াইয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের খুলনাই জয় তুলে নিয়েছিল। এবার ঢাকার শুধু জিতে প্লে-অফ নিশ্চিত করাই নয়, প্রতিশোধ নেয়ারও ম্যাচ। জিততে পারলে একসঙ্গে দুই প্রাপ্তি যোগ হবে। কিন্তু হারলেই বিপদ ঘনিয়ে আসতে পারে। ঢাকার হাতে আছে দুই ম্যাচ। আজ খুলনার বিরুদ্ধে ও শনিবার বরিশালের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। যদি আজ ও শনিবার হেরে যায় ঢাকা তাহলে ৬ পয়েন্টই পঁজি থাকবে। আবার রানরেটও অনেক কমে যাবে। তখন প্লে-অফ খেলা কঠিন হয়ে পড়তে পারে ঢাকার। আর হাতে থাকা যে কোন এক ম্যাচ জিতলেই প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে। যে দলগুলোর ৮ পয়েন্ট হবে তারা নিশ্চিন্তেই প্লে-অফ খেলা নিশ্চিত করবে। চট্টগ্রাম ও খুলনার তা আছে। রাজশাহীর এক ম্যাচ আছে। পয়েন্ট ৪। তারা চাইলেও ৬ পয়েন্টের বেশি জমা করতে পারবে না। বরিশালের দুই ম্যাচ আছে। তাদেরও ৪ পয়েন্ট আছে। হাতে থাকা টানা দুই ম্যাচ জিতলে ৮ পয়েন্ট হবে বরিশালের। রাজশাহী যদি শনিবার হেরে যায় তাহলে ৬ পয়েন্টও হবে না তাদের। ঢাকার প্লে-অফে খেলা এমনিতেই নিশ্চিত হয়ে যাবে। তবে রাজশাহী জিতলে ঢাকাকে ৮ পয়েন্ট নিয়েই প্লে-অফে খেলতে হতে পারে। ঢাকার সামনে জেতা কঠিনই। যদিও টানা জিতছে দলটি। কিন্তু খুলনা শিবিরে এখন সাকিব, দেশের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান করা মাহমুদুল্লাহর সঙ্গে মাশরাফি বিন মর্তুজাও যোগ হয়েছেন। মাশরাফি যোগ হতেই মঙ্গলবার হেরেছে খুলনা। আজও যে ঢাকার কাছে হারবে না তার নিশ্চয়তা নেই। পয়েন্ট তালিকায় মজবুত অবস্থান করতে খুলনা আজ জিততে চাইবে। ঢাকার তাই জয় পেতে হলে অনেক বেগ পেতে হতে পারে। বরিশাল দুই ম্যাচের মধ্যে আরেকটি ম্যাচে জিতে গেলে প্লে-অফ খেলা নিশ্চিত হতে পারে। বরিশাল জিতলে রানরেটও বাড়বে। লীগপর্বে চট্টগ্রামের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছে বরিশাল। আজ চট্টগ্রামকে হারিয়ে প্রতিশোধ নেয়ার পালাও বরিশালের। প্রতিশোধ নিতে পারলে প্লে-অফ খেলার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে থাকবে। হারলে বিপদ ঘনিয়ে আসতে পারে। আজ জিতে সেই বিপদ দূর করাই তামিমের দলের প্রধান লক্ষ্য থাকছে। বরিশালের পারভেজ হোসেন ইমন গত ম্যাচে ৪২ বলে অপরাজিত ১০০ রান করে দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম শতক করে ঝলক দেখিয়েছেন। আজও সেই ঝলক বজায় থাকলে চট্টগ্রামের খবর আছে বলা চলে। তখন এককভাবে শীর্ষে থাকা নাও হতে পারে চট্টগ্রামের। আর আজ জিতেই প্লে-অফ খেলা নিশ্চিত করাই ঢাকার আসল কাজ হবে।
×