ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতাবিরোধীদের রাজপথেই সমুচিত জবাব দেয়া হবে

প্রকাশিত: ২৩:৩৪, ১০ ডিসেম্বর ২০২০

স্বাধীনতাবিরোধীদের রাজপথেই সমুচিত জবাব দেয়া হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারীরা স্বাধীনতাবিরোধী অপশক্তি। একাত্তরে যারা গণহত্যা ও নারী ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারা এ স্বাধীন বাংলাদেশকে আবার আঘাত হানতে চায়। এদের রাজপথেই সমুচিত জবাব দেয়া হবে। বুধবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ কথাগুলো বলেন। মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। সমাবেশ শেষে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়, যা আন্দরকিল্লা চত্বর থেকে শুরু হয়ে মোমিন রোড, চেরাগী পাহাড় মোড়, জামালখান মোড় চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে। পরাজিত এ শক্তিকে পরাহত করার হিম্মত আমাদের আছে। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়ে বলেন, সচেতনতাই হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার কবচ। দেখতে পাচ্ছি, দলের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ প্রতিঘাত সইতে সইতে একটি অর্জন ও সাফল্যের হীরক খণ্ড। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে একটি বড় আঘাত। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা স্বাধীনতাবিরোধীদের নীলনক্সা। তিনি বলেন, মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণজাগরণ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর বাংলাদেশকে সমুন্নত রাখতে হবে। কোন অশুভ চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এই দৃঢ় সঙ্কল্প ঘোষণা করছি।
×