ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লা টাউন হল প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ হবে কিনা গণশুনানি ১৯ ডিসেম্বর

প্রকাশিত: ২৩:৩৪, ১০ ডিসেম্বর ২০২০

কুমিল্লা টাউন হল প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ হবে কিনা গণশুনানি ১৯ ডিসেম্বর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৯ ডিসেম্বর ॥ দেশব্যাপী বহুল আলোচিত শত বছরের অধিক পুরনো কীর্তি ঐতিহ্যবাহী কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার (টাউন হল) প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ কিংবা ভেঙ্গে আধুনিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে কিনা এ বিষয়ে আগামী ১৯ ডিসেম্বর টাউন হল মাঠে গণশুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গঠিত কমিটি বুধবার সকালে সরেজমিন টাউন হল পরিদর্শন করে। পরে কুমিল্লা সার্কিট হাউসে দীর্ঘ বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির প্রধান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুল মান্নান ইলিয়াস। জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মিত প্রায় ১৩৫ বছরের পুরনো কীর্তি ঐতিহ্যবাহী কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার ভেঙ্গে আধুনিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়। বিষয়টি নিয়ে দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ফলাও করে সংবাদ প্রকাশ করে। এছাড়া দেশের ৫০ জন খ্যাতনামা বুদ্ধিজীবী ঐতিহাসিক এ স্থাপনা ভাঙ্গার উদ্যোগের সমালোচনা করে এটি সংরক্ষণের দাবি জানান। এ বিতর্কের প্রেক্ষাপটে বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার ভেঙ্গে আধুনিক কমপ্লেক্স নির্মাণ করা হবে, নাকি এটি প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে- এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে মতামত দাখিলের জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ কমিটির প্রধান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুল মান্নান ইলিয়াসের নেতৃত্বে বুধবার বেলা ১১টায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগারসহ স্থাপনা পরিদর্শন করেন। পরে কমিটির ১২ সদস্য কুমিল্লা সার্কিট হাউসে প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শওকত আলী, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ হেলাল উদ্দিন, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার। ওই বৈঠক শেষে টাউন হল কমপ্লেক্স নির্মাণ-আধুনিকায়নের উদ্যোক্তা স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার সেখানে উপস্থিত হয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী টাউন হলকে আধুনিকায়ন করতে চার বছর যাবত কাজ করছি। কুমিল্লার উন্নয়ন বিদ্বেষী কিছু লোক বুদ্ধিজীবীদের ভুল বুঝিয়ে তাদের দিয়ে টাউন হল সংরক্ষণের বিষয়ে উন্নয়নের বিপক্ষে বিবৃতি দিয়েছে। গণশুনানিতে বুদ্ধিজীবীদেরকেও আমন্ত্রণ জানানো হবে। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, এ বিষয়ে মতামত দেয়ার জন্য গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি দেয়া হবে।
×