ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফের ইন্তেকাল

প্রকাশিত: ২৩:৩১, ১০ ডিসেম্বর ২০২০

করোনায় বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ (ইন্নালিল্লাহি-রাজিউন)। বুধবার দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাদ এশা গুলশানের আজাদ মসজিদে চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কাল ১১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৯ নবেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসার অনতিদূরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তিন দিনের মাথায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মৃত্যুর আগে এক সপ্তাহ ধরে তাকে হাসপাতালে ভেন্টিলেটশনে রাখা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি গঠিত হওয়ার পর চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ দলে যোগ দেন। ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেয়া কামাল ইবনে ইউসুফ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট উন্নয়ন কাউন্সিলর (ডিডিসি) ছিলেন। ফরিদপুর সদর আসন (ফরিদপুর-৩) আসন থেকে ৫ বার (দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ ) সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রথমবার ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে তিনি আবার বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি হেরে যান।
×