ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনীর স্কোয়াড্রন ও ইউনিটকে পতাকা প্রদান

প্রকাশিত: ২৩:৩০, ১০ ডিসেম্বর ২০২০

বিমানবাহিনীর স্কোয়াড্রন ও ইউনিটকে পতাকা প্রদান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোরে বিমান বাহিনীর ১৫ স্কোয়াড্রন, ৩ ফিল্ড ইউনিট এবং ৩ প্রভোস্ট এ্যান্ড নিরাপত্তা ইউনিটকে বিমান বাহিনী পতাকা প্রদান করেন। কর্মদক্ষতা ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পতাকা প্রদান করা হলো। পতাকা হস্তান্তরের পর বিমান বাহিনী প্রধান মোনাজাতে অংশগ্রহণ করেন। অতঃপর তিনি বিমান বাহিনীর সকল স্তরের সদস্যের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদকে। এছাড়াও তিনি বিমান বাহিনীর ১৫ স্কোয়াড্রন, ৩ ফিল্ড ইউনিট এবং ৩ প্রভোস্ট এ্যান্ড নিরাপত্তা ইউনিটের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। -আইএসপিআর।
×