ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুলবাড়িয়া ২ নম্বর সুপার মার্কেটে দ্বিতীয় দিনও চলেছে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২৩:২৯, ১০ ডিসেম্বর ২০২০

ফুলবাড়িয়া ২ নম্বর সুপার মার্কেটে দ্বিতীয় দিনও চলেছে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলেছে ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়ার ২ নম্বর সুপার মার্কেটে। অভিযানের প্রতিবাদে বুধবারও ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তবে আগের দিনের মতো পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল বা রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেনি। যদিও বিক্ষোভের কারণে ওই এলাকার তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। বুধবার দুপুর বারোটার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান চালানো যাবে না। এর আগে মঙ্গলবার ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে। মার্কেটে আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ডিএনসিসি সূত্র বলছে, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নক্সা বহির্ভূত ৯১১টি দোকান রয়েছে। নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেয়ার পর এই বিপণিবিতানের নক্সাবহির্ভূত দোকান এবং এর সার্বিক পরিস্থিতি জানতে একটি কমিটি গঠন করে দেন। কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি বিপণিবিতানে নক্সাবহির্ভূত ৯১১টি দোকান চিহ্নিত করে এবং সেগুলো উচ্ছেদের সুপারিশ করে। কমিটির সুপারিশে মেয়র সম্মতি দিয়ে নক্সাবহির্ভূত দোকান উচ্ছেদের নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
×