ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিশিগানে মন্ত্রীর বাড়ির সামনে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:২০, ৯ ডিসেম্বর ২০২০

মিশিগানে মন্ত্রীর বাড়ির সামনে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিশিগানে মন্ত্রী জোসিলিন বেনসনের বাড়ির সামনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছে। তারা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্পকে জালিয়াতি করে হারিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করে। তারা স্লোগান দেয় ‘ভোট চুরি বন্ধ কর’। জোসিলিন বেনসন তার বক্তব্যে বলেন, তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বড়দিন উপলক্ষে বাড়ি সাজানোর কাজ করছিলেন। এ সময় ১২ জন অস্ত্রধারী তার বাড়ির সামনে এসে সমাবেত হয়। এ সময় তারা ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগকে সমর্থন জানিয়ে বিক্ষোভ করে এবং ‘চুরি বন্ধ কর’ বলে চিৎকার করতে থাকে। ওদিকে চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী তৃতীয়বারের মতো জর্জিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিবিসি। বেনসন আরও যোগ করেন, ২০২০ সালের এই নির্বাচন ঘিরে বহু সরকারী এবং নির্বাচনী দফতর আন্দোলনকারীদের লক্ষ্যে পরিণত হয়েছে। রবিবার বেনসন এক টুইটবার্তায় জানান, আন্দোলনকারীরা তার বাড়ির সামনে নির্বাচনের ফল বাতিলের দাবিতে চিৎকার-চেঁচামেচি করে এবং হুমকি দেয়। অথচ গতমাসে মিশিগান জো বাইডেনকে ১৬ ইলেক্টরাল ভোটে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া তিনি ফেসবুকের পোস্টে বলেন, এই হুমকি প্রকৃতপক্ষে নির্বাচনে ভোট প্রদানকারী মিশিগানের সাড়ে পাঁচ মিলিয়ন নাগরিককে দেয়া হয়েছে। এভাবে হুমকি দিয়ে তারা কখনও সফল হবে না বলেও তিনি জানান। মিশিগানের এ্যাটর্নি জেনারেল ডানা নেসাল এই ধরনের হুমকি ও অস্ত্র প্রদর্শন করে আন্দোলনকে অনৈতিক ও বিরক্তিকর আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যে কেউ যে কোন ধরনের অভিযোগ দিতে পারে কিন্তু সেটা বৈধ ও নিয়মসম্মত উপায়ে বেনসনের অফিসের মাধ্যমে দেয়া উচিত। কিন্তু কারও বাড়িতে শিশু ও পরিবারের অন্যান্য সদস্যের ভয় দেখিয়ে কোন ধরনের আন্দোলন হতে পারে না। জর্জিয়ায় বাইডেনকে তৃতীয়বারের মতো বিজয়ী ঘোষণা ॥ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী তৃতীয়বারের মতো জর্জিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
×