ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০তে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়

প্রকাশিত: ২৩:৫৯, ৯ ডিসেম্বর ২০২০

টি২০তে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের অঘোষিত মোড়ল ভারতের সঙ্গে আরেক পরাশক্তি অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের লড়াইটা জমে উঠেছিল সেয়ানে-সেয়ানে। প্রথমে ২-১এ ওয়ানডে সিরিজ জেতে নেয় এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া, ঠিক ২-১এ টি২০ জিতে বদলা নেয় বিরাট কোহলির দল। আগেই শেষ হয়ে যাওয়া সিরিজের শেষ ম্যাচে অসিদের ‘হোয়াইটওয়াশ’ এড়ানো ১২ রানের দারুণ এক জয় এনে দিয়েছেন মিচেল সোয়েপসন। সিডনিতে অস্ট্রেলিয়ার ৫ উইকেটে তোলা ১৮৬ রানের জবাবে ১৭৪/৭-এ থামে কোহলির ভারত। দারুণ বোলিংয়ে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন লেগস্পিনার সোয়েপসন (৩/২৩)। এ্যাডিলেডে আগামী ১৭ ডিসেম্বর শুরু বোর্ডার-গাভাস্কার ট্রফির আলোচিত চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আগের ম্যাচে ১৯৪ রান তাড়া করে সফল হয়েছিল ভারত। কিন্তু শেষ ম্যাচে পারেনি সফরকারীরা। ৬১ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করে আউট হন অধিনায়ক কোহলি। ওপেনার শিখর ধাওয়ান ফেরেন ২৮ রান করে। আগের ম্যাচের নায়ক হারদিক পাণ্ডিয়া এদিন ১৩ বলে ২০ রান করে আউট হন। শেষদিকে ৭ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন শার্দুল ঠাকুর। এর আগে অস্ট্রেলিয়ার বড় স্কোরের কারিগর ছিলেন ম্যাথু ওয়েড। ডেভিড ওয়ার্নারের ইনজুরির কারণে সুযোগ পাওয়া ওয়েড ওপেনিংয়ে নেমে ৫৩ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৮০ রানের ঝড়ো ইনিংস। ৩ চার ও সমান ছক্কায় ম্যাক্সওয়েল করেন ৩৬ বলে ৫৪ রান। স্কোর ॥ অস্ট্রেলিয়া- ১৮৬/৫ (২০ ওভার; ওয়েড ৮০, ফিঞ্চ ০, স্মিথ ২৪, ম্যাক্সওয়েল ৫৪, হেনরিকুইস ৫, শর্ট ৭, স্যামস ৪*; ওয়াশিংটন ২/৩৪, নটারজন ১/৪৩, শার্দুল ১/৩৩)। ভারত- ১৭৪/৭ (২০ ওভার; রাহুল ০, ধাওয়ান ২৮, কোহলি ৮৫, স্যামসন ১০, আইয়ার ০, পাণ্ডিয়া ২০, ওয়াশিংটন ৭, শার্দুল ১৭*; ম্যাক্সয়েল ১/২০, এ্যাবট ১/৪৯, সোয়েপসন ৩/২৩)। ফল ॥ অস্ট্রেলিয়া ১২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মিচেল সোয়েপসন (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ তিন টি২০তে ভারত ২-১ ব্যবধানে জয়ী। সিরিজসেরা ॥ হারদিক পাণ্ডিয়া (ভারত)।
×