ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রযোজক ও পরিবেশক সমিতির কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ২৩:২৯, ৯ ডিসেম্বর ২০২০

প্রযোজক ও পরিবেশক সমিতির কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির কমিটি বাতিল ও উপ-সচিবকে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় একই কর্মকর্তাকে দিয়ে অনুসন্ধান ও তদন্তের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছে আদালত। অন্যদিকে কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলের দেশবিরোধী কন্টেন্ট বন্ধ (ব্লক) করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টেও সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির কমিটি বাতিল ও উপ-সচিবকে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। দুদকের একই কর্মকর্তা দিয়ে অনুসন্ধান-তদন্তে বাধা নেই॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় একই কর্মকর্তাকে দিয়ে অনুসন্ধান ও তদন্তের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেয়। কনক সারোয়ারের ইউটিউব কন্টেন্ট বন্ধের নির্দেশ ॥ কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলের দেশবিরোধী কন্টেন্ট বন্ধ (ব্লক) করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
×