ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

শিশু মিমের মলদ্বার নেই, চিকিৎসায় প্রয়োজন দুই লাখ টাকা

প্রকাশিত: ২৩:২৭, ৯ ডিসেম্বর ২০২০

শিশু মিমের মলদ্বার নেই, চিকিৎসায় প্রয়োজন দুই লাখ টাকা

স্টাফ রিপোর্টার ॥ দুই বছরের শিশু মিমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে জন্মগত মলদ্বার সংকোচন ত্রুটি নিয়ে জন্মেছে। তার পায়ুপথ নেই। শিশুটি জন্মের পর থেকে স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারেনি। তাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকরা বিকল্প সাময়িক পায়ুপথ তৈরি করে দিয়েছে। তারপর থেকে সে বিকল্প পায়ুপথ দিয়ে মলত্যাগ করে বেঁচে আছে। শিশুটিকে স্বাভাবিক জীবনে ফেরাতে স্থায়ী পায়ুপথ তৈরি করতে পর পর কয়েকটি মেজর অপারেশন করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ব্যয় বহুল অপারেশন দেশের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ইউনিটের সার্জিক্যাল বিভাগেই সম্ভব। অপারেশন ও ওষুধসহ মোট চিকিৎসা ব্যয় দাঁড়াবে প্রায় দুই লাখ টাকা। বর্তমানে শিশুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু-কিশোর সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ ডাঃ মোঃ মাহাফুজুল হক মানিকের তত্ত্বাবধানে রয়েছেন। শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। দরিদ্র হোটেল কর্মচারী লিমন হোসেন ও নূর জাহান বেগম দম্পতির দ্বিতীয় সন্তান মিম। চিকিৎসার পেছনে পরিবারটির সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশুটির চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৫৫৮৭৬৮৯৭ (বিকাশ)। আর সাহায্য দিন শিশুটির পিতার এই সঞ্চয়ী হিসাবে- লিমন হোসেন, অগ্রণী ব্যাংক লি:, মিশন মোড় শাখা, লালমনিরহাট, হিসাব নং ০২০০০১৬১৩০৬৬৮ এবং নগদ এ্যাকাউন্ট ০১৭৫১৪৭৮২৬২। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×