ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাচ্চার নাক ডাকা সমস্যা

প্রকাশিত: ২৩:২৬, ৯ ডিসেম্বর ২০২০

বাচ্চার নাক ডাকা সমস্যা

* অনেক সময় বাচ্চার মা অভিযোগ করে তার বাচ্চা নাক দিয়ে শ্বাস নেয়ার সময় গোঁ গোঁ শব্দ করে। শব্দটা চিৎ হয়ে ঘুমালে বাড়ে, কাঁদলে বাড়ে, শ্বাসের অসুখ হলে বাড়ে। * এই শীল মাছের মতন শব্দকে আমরা ‘ল্যারিঙ্গোম্যালেশিয়া’ বলে থাকি। * ল্যারিক্সের হাড়টা নরম থাকায় এমনটি ঘটে। * ১-৩ বছরের মধ্যে হাড়টা শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই শব্দ কমতে থাকে। * সুতরাং মাকে আশ্বস্ত করাই মূল চিকিৎসা। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×