ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ১০ ঘণ্টা বন্ধ ॥ সাত শ’র বেশি যান আটকা

প্রকাশিত: ২৩:২৬, ৯ ডিসেম্বর ২০২০

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ১০ ঘণ্টা বন্ধ ॥ সাত শ’র বেশি যান আটকা

জনকণ্ঠ ডেস্ক ॥ ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ১০ ঘণ্টা বন্ধ ছিল। ফলে উভয় ঘাটে ৭ শতাধিক যানবাহন আটকে পড়ে। এদিকে চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণা ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। প্রায় ১১ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টায় ফেরি চলাচল শুরু হয়। খবর নিজস্ব সংবাদদাতাদের। ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১১টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলচল বন্ধ হয়ে যায়। এতে ১০ ঘণ্টা যানবাহন পারাপার বন্ধ থাকে। মঙ্গলবার সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় সাত শতাধিক যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে পারের অপেক্ষায়।
×