ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে ড. জায়েদ বখত

প্রকাশিত: ২১:০২, ৯ ডিসেম্বর ২০২০

ফের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে ড. জায়েদ বখত

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে ফের ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. জায়েদ বখত। ২০১৪ সাল থেকে ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। সম্প্রতি তার মেয়াদ শেষ হলে গত সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ড. জায়েদ বখতকে আবারও ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে নিয়োগের ব্যবস্থা করতে ব্যাংকটির এমডি বরাবর এই চিঠি দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে ড. জায়েদ বখত আরও ৩ বছর মেয়াদে পুনঃনিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো, যা ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী তার নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে ব্যাংকটির এমডি বরাবর নির্দেশ করা হয়েছে। এর আগে ২০১৪ সাল থেকে তিন বছর করে দুই দফায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জায়েদ বখত।
×