ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচদিন পর শেয়ারবাজারে সূচক কমল

প্রকাশিত: ২০:৫৮, ৯ ডিসেম্বর ২০২০

পাঁচদিন পর শেয়ারবাজারে সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা পাঁচ কার্যদিবস ইতিবাচক থাকার পর মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা সূচকের এই সামান্য পতনকে মূল্য সংশোধন হিসেবেই দেখছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মূল্য সূচকের পতনের পাশাপাশি দুই বাজারে লেনদেনে অংশ নেয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। সেই সঙ্গে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার লেনদেন শুরুতেই আগের দিনের তুলনায় সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। বেশ কিছু বড় মূলধনী কোম্পানির দর কমার কারণে প্রথম ঘণ্টার লেনদেনেই ডিএসইর সার্বিক সূচকটি ১৬ পয়েন্ট কমে যায়। তবে লেনদেনের শেষদিকে সূচকের পতন প্রবণতা কিছুটা কমে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্য সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩৬টি এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৮ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২৮ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসইতে দিনটিতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল বীমা খাতের শেয়ার। সারাদিনে সেখানে মোট ১৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সার্বিক লেনদেনের ২৬ ভাগ। এরপরে দ্বিতীয় অবস্থানে ছিল বিবিধ খাত। এই দিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭২ কোটি টাকা, যা মোট লেনদেনের ১০ দশমিক ৫৯ ভাগ। সেখানে ওষুধ এবং রসায়ন খাতের লেনদেনের পরিমাণ ছিল ৭০ কোটি টাকা, যা মোট লেনদেনের ১০ দশমিক ১৪ ভাগ। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৫ কোটি ১৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।
×