ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ বাতিল

প্রকাশিত: ২৩:৪৫, ৮ ডিসেম্বর ২০২০

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ বাতিল

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ সিরিজ নির্বিঘ্নে শেষ হলেও করোনার হানায় পরিত্যক্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) গুরুত্বপূর্ণ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও ইএসপিএন ক্রিকইনফো এমন খবর জানিয়েছে। তবে সোমবার এ রিপোর্ট লেখার সময় সিএ আনুষ্ঠানিক কিছু জানায়নি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকান দলের একাধিক ক্রিকেটারের করোনার লক্ষণ থাকায় গত শুক্রবার প্রথমে সিরিজ স্থগিত করে পরে নতুন সূচী জানানো হয়েছিল। কিন্তু দুইজন হোটেল স্টাফের করোনা পজিটিভ হওয়ায় গত রবিবার খেলা শুরুর ৩০ মিনিট আগে প্রথম ওয়ানডে পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেখানেই শেষ নয়। ইংল্যান্ডের একাধিক ক্রিকেটারের করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় রবিবার রাতে দ্বিতীয় ম্যাচটি প্রথমে স্থগিত করা হয়েছিল। সিএ’র পক্ষ থেকে আজ ও কাল অন্তত দুটি ওয়ানডে আয়োজনের চেষ্টা ছিল। কিন্তু সেটিও আর সম্ভব হলো না। তবে কোন্ দলের কতজন এবং কোন কোন ক্রিকেটার করোনা পজিটিভ, সেটি প্রকাশ করা হয়নি।
×