ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন ১০ জানুয়ারি

প্রকাশিত: ২৩:৪৫, ৮ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন ১০ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আগামী ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে আরম্ভ হয়ে হাতিরঝিল এলাকায় শেষ হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’। এতে নারী ও পুরুষ দুই বিভাগে দেশী-বিদেশী দৌড়বিদরা (১৮ বৎসরের উর্ধে) অংশ নেবেন। ম্যারাথনটি ৩টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথনে (৪২.১৯৫ কি. মি.) ১০০ দৌড়বিদ, হাফ ম্যারাথনে (২১.০৯৭ কি. মি.) ১০০ বাংলাদেশী দৌড়বিদ এবং ডিজিটাল ম্যারাথন (৫, ১০ কি. মি., হাফ ও ফুল ম্যারাথন) বাংলাদেশসহ বিশ্বের যে কোন প্রান্ত থেকে সর্বস্তরের জনগণ অংশ নিতে পারবেন। অতিশীঘ্রই সাধারণ জনগণের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা উন্মুক্ত করে দেয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে (পরবর্তীতে সকলকে অবগত করা হবে) জানা যাবে। এ উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাস মাল্টিপারপাস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী (প্রধান সমন্বয়ক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, আয়োজক কমিটির সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সফিকুর রহমান, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইনউদ্দিন, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান, ট্রাস্ট ইনোভেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান।
×