ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান কোহলি

প্রকাশিত: ২৩:৪৪, ৮ ডিসেম্বর ২০২০

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ গতবার (২০১৮-২০১৯) নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মটিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতেছিল বিরাট কোহলির ভারত। এবার দুই হারে সিরিজ খোয়ানোর পর শেষ ওয়াডেতে জয় পায় সফরকারীরা। ঘুরে দাঁড়ায় টি২০তে। টানা দুই জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করে মোড়ল দেশটি। জাসপ্রিত বুমরাহ ও রোহিত শর্মাকে ছাড়া এমন সাফল্যে দারুণ খুশি ভারত অধিনায়ক এবার টি২০তে অসিদের ‘হোয়াইটওয়াশ’ করতে চান। সিডনিতে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। ‘এটা দারুণ যে রোহিত এবং বুমরাহকে ছাড়াই আমরা টি২০ সিরিজ জিতেছি। সবাই এক হয়ে খেলতে পারার সুফল। এখানেই থেমে থাকতে চাই না। আমাদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। কাজটা সহজ হবে না। অস্ট্রেলিয়া যে কোন সময় ঘুরে দাঁড়াতে সক্ষম। আমাদের তাই সেরাটা দিতে হবে’ বলেন কোহলি। আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি২০ সিরিজে নেই রোহিত। আর টেস্ট সিরিজের কথা ভেবে টি২০তে বিশ্রাম দেয়া হয়েছে বুমরাহকে। তার অনুপস্থিতিতে দারুণ বোলিং করেছেন সুযোগ পাওয়া তরুণ পেসার টি নটারজন। তবে সিরিজ নিশ্চিত করা টি২০তে জয়ের নায়ক ছিলেন হারদিক পাণ্ডিয়া। পিঠের চোট থেকে সেরে ওঠা এ অলরান্ডার বোলিং করতে পারেননি, ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৪২ রান করে হয়েছেন ম্যাচসেরা, ‘হারদিক ২০১৬ সালে সামর্থ্য দিয়েই দলে এসেছিল। সে একজন সহজাত প্রতিভা যে নিজেও এখন উপলব্ধি করতে পারছে, তাকে আগামী ৪-৫ বছরের জন্য নির্ভরতার প্রতীক হয়ে উঠতে হবে, যে যে কোন অবস্থা থেকে দলকে জেতাবে।’ সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ কোহলি। উল্লেখ্য, সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া বহুল আলোচিত বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন ভারত অধিনায়ক। সেটিই এখন সবচেয়ে আলোচিত।
×