ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাঠে নামতে প্রস্তুত মাশরাফি

প্রকাশিত: ২৩:৪৪, ৮ ডিসেম্বর ২০২০

মাঠে নামতে প্রস্তুত মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি কাটিয়ে মিরপুর জাতীয় একাডেমি মাঠে বোলিং অনুশীলন করেই আলোচনায় আসেন মাশরাফি বিন মর্তুজা। চলমান বঙ্গবন্ধু টি২০ কাপে তাকে নিতে ৪ দলের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। রবিবার সকালে বিপ টেস্টে উত্তীর্ণ হওয়ার পর সেদিন সন্ধ্যায়ই মাশরাফির দল নিশ্চিতে লটারি হয়। জেমকন খুলনা তখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিরুদ্ধে। আর স্টেডিয়ামে অবস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে হওয়া লটারিতে খুলনাই পেয়ে যায় তাকে। দলের সঙ্গে যোগ দেয়ার আগে করোনা টেস্টের নমুনা নেয়া হয় মাশরাফির, সোমবার সেই ফলাফল নেগেটিভ হওয়ার পর একাই অনুশীলন করেছেন একাডেমি মাঠে। বোলিং অনুশীলনের পর যোগ দিয়েছেন দলের সঙ্গে। এখন জৈব সুরক্ষা বলয়ে থাকবেন মাশরাফিও। আজ সন্ধ্যায় খুলনার গুরুত্বপূর্ণ ম্যাচ গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মাশরাফি। এক সপ্তাহ আগে দীর্ঘ সাড়ে ৮ মাস পর আবার মিরপুরে এসে বোলিং অনুশীলন করেন মাশরাফি। খেলায় ফিরতে করোনা বিরতিতে বেড়ে যাওয়া বাড়তি মেদ ঝরিয়ে নিজেকে প্রস্তুত করেছিলেন ১০ কেজি ওজন কমিয়ে। মিরপুরে সিটি ক্লাব মাঠে অনুশীলন করে গেছেন। তবে জাতীয় একাডেমিতে অনুশীলন করার পরই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে খুলনা, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। তবে অপেক্ষা ছিল মাশরাফির ম্যাচ ফিটনেসে ফেরার। রবিবার সকালে বিপ টেস্টে বিসিবির বেঁধে দেয়া পাস পার্ক পেয়ে যান তিনি। এরপর সন্ধ্যায়ই লটারি করে খুলনায় খেলা নিশ্চিত হয় মাশরাফির। তবু অপেক্ষা ছিল দলে যোগ দেয়ার জন্য। কারণ দল আছে জৈব সুরক্ষা বলয়ে, সেখানে প্রবেশ করতে হলে এবং ম্যাচ খেলতে গেলে করোনা নেগেটিভ সনদ লাগবে। রবিবার সন্ধ্যায় সে জন্য নমুনা দিয়েছিলেন, সোমবার ফলাফল নেগেটিভ আসার পর দুপুরে আবার একাডেমি মাঠে একক অনুশীলন করেছেন তিনি।
×