ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুয়েটে কর্মশালা

প্রকাশিত: ২৩:৩১, ৮ ডিসেম্বর ২০২০

কুয়েটে কর্মশালা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে সোমবার দিনব্যাপী ‘রোল, রেসপন্সিবিলিটি এ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচার্স’ শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত থেকে টেকনিক্যাাল সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান এবং গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম সামদানি ফকির। মাস্ক বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ ডিসেম্বর ॥ মহামারী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঝিনাইদহে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে র‌্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। সে সময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। এ সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।
×