ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক কর্মী খুন ॥ প্রাক্তন স্বামী আটক

প্রকাশিত: ২৩:২৯, ৮ ডিসেম্বর ২০২০

গাজীপুরে পোশাক কর্মী খুন ॥ প্রাক্তন স্বামী আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গলা কেটে প্রাক্তন স্ত্রীকে হত্যার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে এক পোশাক কর্মী। সোমবার পুলিশ একই ঘর থেকে হতাহতদের উদ্ধার করেছে। তারা একই পোশাক কারখানার কর্মী। এ ঘটনায় পুলিশ নিহতের প্রাক্তন স্বামীকে আংশিক গলা কাটা অবস্থায় আটক করেছে। নিহতের নাম মহসিনা আক্তার (৩০)। সে রংপুরের পীরগাছা থানার সৈয়দপুর এলাকার মজিবুর রহমানের মেয়ে। জানা গেছে, প্রায় তিন বছর আগে নীলফামারী জেলা সদর থানার রামকলা মৌলভীপাড়া এলাকার নুর আলমের ছেলে শরীফুল আলমের সঙ্গে মহসিনার বিয়ে হয়। বিয়ের পর তারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার রুহুল আমিনের কলোনিতে ভাড়া থেকে স্থানীয় জিএমএস কম্পোজিট পোশাক কারখানায় চাকরি করে। শরীফুল আগে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাত। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হতো। এর জেরে ৮/১০ দিন আগে বিয়ে বিচ্ছেদ হলে তারা আলাদা বসবাস করতে থাকে। সোমবার সকাল ৭টার দিকে শরীফুল তার প্রাক্তন স্ত্রী মহসিনার ঘরে (রুহুল আমিনের কলোনি) এসে ভেতর থেকে দরজা আটকে দেয়। এ সময় তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এর কয়েক মুহূর্ত পরেই মহসিনার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা ঘরের ভেতরে প্রবেশ করতে না পেরে সিলিংয়ের ফাঁক দিয়ে উঁকি দিয়ে রক্তাক্ত মহসিনাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার ওপর শরীফুল উপুড় হয়ে পড়ে ছিল। সোনারগাঁয়ে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় থেকে সোমবার দুপুরে বিল্লাল হোসেন (৪৫) নামের এক মুদি ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী রুমা বেগম জানান, রবিবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে ওয়াজ মাহফিলে যাবে বলে ফোনে আমাকে জানায়। রাত যখন গভীর তখন মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ করেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পেয়ে বাড়ির পেছনের জঙ্গলে পরদিন সকাল ৮টার দিকে ছেলে ফয়সাল হোসেন তার বাবার লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে ঘটনাস্থলে গিয়ে স্বামীকে শনাক্ত করি।
×