ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গায় প্রতিবাদ চলছে

প্রকাশিত: ২৩:২৮, ৮ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গায় প্রতিবাদ চলছে

জনকণ্ঠ ডেস্ক ॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সোমবারও সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে ভাংচুরের ঘটনায় জড়িতদের কঠোরভাবে প্রতিহত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। চট্টগ্রাম কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোমবারও চট্টগ্রামে হয়েছে প্রতিবাদ ও মিছিল সমাবেশ। এ সকল সমাবেশ থেকে ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িতদের কঠোরভাবে প্রতিহত এবং পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। সিএমপি সূত্র জানায়, ভাস্কর্যের বিরুদ্ধে উগ্রবাদীদের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল ভাস্কর্য এবং ম্যুরালের সুরক্ষায় মাঠে নেমেছে পুলিশ। মহানগরীর হালিশহর বড়পোল মোড়ে অবস্থিত ‘বজ্রকণ্ঠ ভাস্কর্য’ এবং অক্সিজেন-কুয়াইশ সড়কে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ঘিরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও চট্টগ্রাম প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, জামালখান সড়ক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পুরাতন রেল স্টেশনসহ যে সকল স্থানে ভাস্কর্য, ম্যুরাল ও মনুমেন্ট রয়েছে সে সকল স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভাস্কর্য, ম্যুরাল ও শিল্পকর্ম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এদিকে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (চবি) বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এতে বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য যারা ভেঙ্গেছে তারা ধৃষ্টতার পরিচয় দিয়েছে। স্বাধীনতাবিরোধী ও প্রতিক্রিয়াশীল মৌলবাদী অপশক্তিকে কোনভাবেই ছাড় দেয়া যাবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তাদের প্রতিহত করতে হবে। চবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুর উল আলম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর প্রমুখ। নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্র্য ভাংচুরের প্রতিবাদে সোমবার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মোহসিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ দায়রা ও জজ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, এ্যাডভোকেট সেলিনা ইসলাম, মাসুদুর রউফ ও কামরুল ইসলাম প্রমুখ। অপরদিকে সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নারায়ণগঞ্জ জেলার শাখার উদ্যোগে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আরেকটি মানববন্ধন পালন করা হয়। সোমবার বিকেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চাষাঢ়ার শহীদ মিনারে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় আমাদের ঠিকানা ও আলেয়া মেমোরিয়াল স্পোর্টি ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাসানুজ্জামান সুলতানের সভাপতিত্বে সোমবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য ভাংচুরকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। নেত্রকোনা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, যুব মহিলা লীগ এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার জেলা শাখা পৃথকভাবে এসব কর্মসূচী পালন করে। বেলা ১২টায় মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড শহরের মোক্তারপাড়ায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার নূরুল আমিন, আইয়ুব আলী, গাজী মর্তুজা হোসেন কামাল, গাজী মোজাম্মেল হোসেন টুকু, খায়রুল ইসলাম বাবুল প্রমুখ। বেলা ১১টায় যুব মহিলা লীগের নেতা-কর্মীরা শহরের মোক্তারপাড়া সড়কে মানববন্ধন করেন। গাইবান্ধা কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদ ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দফতর সম্পাদক সাইফুল আলম সাকা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। ঠাকুরগাঁও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশীর সভাপতিত্বে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাতক্ষীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অমর্যাদা ও ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের সকল ইসলামী দেশে তাদের বাদশা বা অন্য কোন আলোকিত ব্যক্তির নান্দনিক ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে ’৭১-এর পরাজিত শত্রু পাকিস্তানীদের দোসর ও ’৭৫-এর খুনীরা ভাস্কর্যকে ইস্যু করে বাংলাদেশকে পিছিয়ে দিতে পৈশাচিক ধ্বংসাত্মক অপকর্মে লিপ্ত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু আহমেদ, ফিরোজ আহমেদ, এ্যাডভোকেট ওসমান গণি, এসএম শওকত হোসেন, জি. এম ওয়াহিদ পারভেজ প্রমুখ। কুমিল্লা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে নগরীর টাউন হল মাঠে কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ অন্য নেতৃবৃন্দ। কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। ঝিনাইদহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজন এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, জজকোর্টের পিপি ইসমাইল হোসেন, জিপি এ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নীলফামারী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে উপজেলা রেলগেট বাজার থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মানববন্ধন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন নয়ন, মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক, সাবেক সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগ প্রমুখ। বক্তারা রাতের আধারে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। দাউদকান্দি দাউদকান্দিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। সোমবার দাউদকান্দি পৌর সদরের রাসেল স্কয়ারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার শাহজাহানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী, কুমিল্লা উত্তর জেলা সাং¯ৃ‹তিক সম্পাদক পারুল আক্তার প্রমুখ। বক্তারা রাতের অন্ধকারে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
×