ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বছরেও ছাত্র হত্যার চার্জশীট দেয়া হয়নি

প্রকাশিত: ২৩:২৩, ৮ ডিসেম্বর ২০২০

দুই বছরেও ছাত্র হত্যার চার্জশীট দেয়া হয়নি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ ডিসেম্বর ॥ সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে নূর ইসলাম (২২) নামে এক মাদ্রাসাছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা ঘটনার দুই বছরেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় এবং আদালতে চার্জশীট দাখিল না করায় পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের লোকজন। সম্প্রতি ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নিহতের পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে নূর ইসলামের বাবা জসিম উদ্দিনের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে অভিযোগ করে বক্তব্য দেন নিহতের মামা শামসুল আলম, মামাত ভাই আবু ছালেহ মোঃ নাসিম ও চাচাত ভাই মোঃ আনছারুল। তারা বলেন, ২০১৮ সালের ২২ নবেম্বর রাত ১০টার দিকে দুর্বৃত্তরা নূর ইসলামকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে অর্ধকিলোমিটার দূরে নিয়ে তার গলায় ছুরি চালিয়ে হলুদের খেতে ফেলে রেখে যায়। পরে তার আত্মীয়স্বজনরা নূর ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যালে রেফার্ড করে এবং রংপুরে রওনা হলে পথে সে মারা যায় তারা আরও বলেন, এ ঘটনায় ওইসময় প্রথমে অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয় এবং পরে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামিদের নাম পুলিশকে জানানো হয়। কিন্তু এ হত্যা ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও পুলিশ অজ্ঞাত কারণে আজও কোন আসামিকে গ্রেফতার বা আদালতে র্চাজশীট দাখিল করেনি।
×