ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মাদ্রাসা ছাত্র হত্যায় শিক্ষক ও বাবুর্চি গ্রেফতার

প্রকাশিত: ২৩:২১, ৮ ডিসেম্বর ২০২০

বাগেরহাটে মাদ্রাসা ছাত্র হত্যায় শিক্ষক ও বাবুর্চি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যা মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মায়ের দায়ের করা মামলায় সোমবার দুপুরে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো- মোরেলগঞ্জ সদরের সরালিয়া গ্রামের মাদ্রাসার হেফজোখানার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও একই এলাকার বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদার। রবিবার রাতে নিহত ছাত্রের মা তাছলিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, আমরা দুজনকে গ্রেফতার করেছি। হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসার আবাসিক ছাত্র হাসিবুল শনিবার রাতে খাবারের পর সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার কক্ষে ঘুমিয়েছিল। রবিবার সকালে মাদ্রাসার পাশের ভিটা থেকে তার ক্ষতবিক্ষত লাশ পুলিশ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনার পর থানা পুলিশ, সিআইডি ও পিবিআইর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির জানান, ওই শিশুর মাথাসহ মুখমণ্ডলে আঘাতের চিহ্ন এবং গলায় কালো দাগ রয়েছে। মাথায় আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে।
×