ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনেকের মনে আনন্দ

ভাসানচরে দোকান খুলেছে রোহিঙ্গা যুবক

প্রকাশিত: ০০:৩২, ৭ ডিসেম্বর ২০২০

ভাসানচরে দোকান খুলেছে রোহিঙ্গা যুবক

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ৬ ডিসেম্বর ॥ প্লাস্টিকের কয়েকটি পটে হরেক রকম চকোলেট, পেছনে ঘরের দেয়ালে ঝুলানো নানা রঙ্গের চিপসের প্যাকেট, আছে কয়েকটি বিস্কুটের প্যাকেটও, কাঠের ওপর ছোট এই দোকানটি গোছানোর চেষ্টা করছে রোহিঙ্গা যুবক নাজিম উদ্দিন (২০)। তার দোকানটি ভাসানচরের ৭নং ক্লাস্টারের ১০ নম্বর হাউসের পাশে রাস্তার কিনারায়। নাজিমের দোকান ঘিরে সকাল হলে জমে ওঠে রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের আড্ডা। ভাসানচরে নাজিমের দোকান ছাড়াও ব্যক্তি মালিকানায় আরও কয়েকটি দোকান আছে ক্লাস্টারে বাইরে কেওড়া বাগানের মধ্যে, যা রোহিঙ্গাদের আবাসস্থল থেকে কিছুটা দূরে। নাজিমের দোকানের পাশে মোবাইলে কথা বলতে দেখা যায় বিলকিছ (৩৪) নামে এক রোহিঙ্গা নারীকে। দামী মোবাইলে বিলকিছ ভিডিও কলে কক্সবাজারে অবস্থান করা রোহিঙ্গাদের ভাসানচরের চিত্র দেখানোর চেষ্টা করছে বার বার। মুখে হাসি রেখে বিলকিছ মোবাইলে অন্যপ্রান্তে থাকা আপনজনকে বার বার বুঝানোর চেষ্টা করছে যে ভাসানচরে তারা খুব ভাল আছেন।
×