ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩০ হাজার সরকারী ওয়েবসাইটে ঢুকতে সমস্যা

প্রকাশিত: ২৩:৪০, ৭ ডিসেম্বর ২০২০

৩০ হাজার সরকারী ওয়েবসাইটে ঢুকতে সমস্যা

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) মগবাজার কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ৩০ হাজার সরকারী ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সরকারী ওয়েবসাইটের পোর্টাল ডেভেলপার এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী রবিবার বলেন, আজ সকালে মগবাজার বিটিসিএল অফিসে বৈদ্যুতিক গোলযোগের পর ডটগভ ডটবিডি সার্ভারের পাওয়ার সিস্টেমে এ সমস্যা শুরু হয়। এর ফলে জাতীয় তথ্য বাতায়নের (পোর্টাল) আওতাধীন ডোমেইন ডটগভ ডটবিডির প্রায় ৪০ হাজার সরকারী ওয়েবসাইটের মধ্যে প্রায় ৩০ হাজার সাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি। আরফি ইলাহী বলেন, ডটগভ ডটবিডির পোর্টাল কিংবা সার্ভারে সমস্যা নেই। পাওয়ার সিস্টেমে সমস্যার কারণে সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। তিনি আরও জানান, সরকারী মন্ত্রণালয় ও দফতরের মিলে মোট ওয়েবসাইট রয়েছে প্রায় ৪২ হাজার। বেশিরভাগ ওয়েবসাইটগুলো বিটিসিলের সার্ভারে এবং বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডাটা সেন্টারে। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল মতিন রবিবার সন্ধ্যায় বলেন, সকালে বৈদ্যুতিক গোলযোগের কারণে কয়েকটি ইনভার্টার পুড়ে যায় এবং তারপর থেকেই সরকারী সাইটগুলোতে প্রবেশে সমস্যা হচ্ছে। বিকেল থেকে নতুন ইনভার্টার স্থাপন করা হয়েছে, তবে পুনরায় সাইটগুলো সচল হতে কিছুটা সময় লাগবে।
×