ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন মাস পর ৫ হাজার পয়েন্টে শেয়ারবাজারের সূচক

প্রকাশিত: ২০:০৯, ৭ ডিসেম্বর ২০২০

তিন মাস পর ৫ হাজার পয়েন্টে শেয়ারবাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এতে প্রায় তিন মাস পর ডিএসইর প্রধান মূল্যসূচক আবারও পাঁচ হাজার পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেন কিছুটা কমেছে। এদিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে সূচক বেড়েছিল। ভাল-মন্দ সব ধরনের কোম্পানিরই দিনটিতে দর বেড়েছিল। সেখানে প্রথম ঘণ্টার লেনদেনেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এই উত্থান প্রবণতা অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বরের পর সূচকটি আবারও পাঁচ হাজার পয়েন্টের দেখা পেল। আর ২০ সেপ্টেম্বরের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসল। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগেরদিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১২০টি এবং ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল বীমা খাত। বেশিরভাগ কোম্পানির দর কমলেও দিনটিতে বীমা খাতের মোট ১৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সার্বিক লেনদেনের ২০ দশমিক ৫৭ শতাংশ। সেখানে লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি। খাতটির সারাদিনে মোট ৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সার্বিক লেনদেনের ১০ দশমিক ৬৯ ভাগ। আরও ১০ শতাংশের বেশি লেনদেন করেছে প্রকৌশল ও বিবিধ খাত। বিবিধ খাতের শুধুমাত্র বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৫২ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮২২ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২১ কোটি ১৭ লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্স ২৭ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৩১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফরচুন সুজ, বেক্সিমকো ফার্মা, আমরা নেটওয়ার্ক, আইএফআইসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং এ্যাসোসিয়েটড অক্সিজেন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
×