ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে খনিতে গ্যাস লিক ॥ মৃত্যু ১৮

প্রকাশিত: ০০:২৭, ৬ ডিসেম্বর ২০২০

চীনে খনিতে গ্যাস লিক ॥ মৃত্যু ১৮

চীনের একটি কয়লাখনিতে কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়ে তাতে কমপক্ষে ১৮ খনি শ্রমিক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৫ জন। এ ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিমে চোংকিং মিউনিসিপ্যালিটির ডিয়াওশুইডং খনিতে। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে সিসিটিভি। শুক্রবার এ ঘটনা ঘটলেও তা শনিবার প্রচার করা হয়। খবর বিবিসি অনলাইনের। এতে বলা হয়, চীনে খনি দুর্ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এতে যারা কাজ করেন তাদের সুরক্ষামূলক নিয়মকানুন প্রয়োগ করা হয় দুর্বলভাবে। সিসিটিভির মতে, ডিয়াওশুইডং খনিতে যখন ভেতরে প্রবেশ করে শ্রমিকরা মাটির নিচের বিভিন্ন জিনিসপত্র ভাঙছিলেন তখনই ওই গ্যাস লিক হয়। এই খনিটি দু’মাস ধরে বন্ধ ছিল। চোংকিংয়ে সেপ্টেম্বরে আরেক খনি দুর্ঘটনায় নিহত হন ১৬ শ্রমিক।
×