ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩০ হাজার থাই বন্দীকে ক্ষমা

প্রকাশিত: ০০:২৭, ৬ ডিসেম্বর ২০২০

৩০ হাজার থাই বন্দীকে ক্ষমা

থাইল্যান্ডের প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজের জন্মবার্ষিকী উপলক্ষে দেশটির সরকার বহু বন্দীকে ক্ষমা করে ডিক্রী জারি করেছে। দেশজুড়ে উৎসব আমেজের মধ্যে ৩০ হাজার বন্দীকে ক্ষমা করা হয়। এছাড়া ২ লাখ আসামির সাজা কমানোর ঘোষণা দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন তার প্রয়াত পিতার জন্মবার্ষিকীতে এক রয়াল গেজেট প্রকাশ করে এ ক্ষমা ঘোষণা করে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাংবাদিক সোরায়ুথ সুতসানাছিন্দা, সরকারবিরোধী নত্তাওয়ুত সাইকুয়ার এবং সাবেক বাণিজ্যমন্ত্রী বোন্সং তেরিয়াপিরমও এই তালিকায় রয়েছেন। রাজা ভুমিবল আদুলিয়াদেজ ১৯২৭ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।-ব্যাঙ্কক পোস্ট
×