ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌলবাদের বিরুদ্ধে ঢাবিতে শৈল্পিক প্রতিবাদ

প্রকাশিত: ২৩:৫৯, ৬ ডিসেম্বর ২০২০

মৌলবাদের বিরুদ্ধে ঢাবিতে শৈল্পিক প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করেছে এক শৈল্পিক প্রতিবাদী সন্ধ্যার। হাতে মশাল, কণ্ঠে কবিতা-গান ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর মাধ্যমে ধিক্কার জানিয়েছে ধর্ম ব্যবসায়ীদের। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত ‘ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলন, ধর্মের নামে মানুষ হত্যা ও সহিংসতার প্রতিবাদ জানান তারা। ডাকসুর সদ্য সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের উদ্যোগে অংশ নেয় টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। এতে সঙ্গীত পরিবেশন করেছে কৃষ্ণপক্ষ, দুর্গ, অর্জন ব্যান্ডসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির শিল্পীরা। অনুষ্ঠানে তানভীর হাসান সৈকত বলেন, ‘সাংস্কৃতিক জাগরণই মৌলবাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী বিপ্লব। আমরা কোন ধর্মের বিরোধী নই। ধর্ম চর্চা ভাল, কিন্তু উগ্রবাদিতা নয়। সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদী চর্চা শুরু হয়েছে। ধর্মকে হাতিয়ার হিসেবে নিয়ে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা ও উস্কানিমূলক আচরণ করছে। তারা শিল্প মাধ্যম ভাস্কর্যের বিরোধিতা করছে। এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকতে পারে না। আমরা চাই আমাদের হাজার বছরের সংস্কৃতি নিয়ে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ।’ শিল্পমাধ্যম ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদ ও সমসাময়িক ধর্মীয় সহিংসতার নানা দিক তুলে ধরে কবিতা আবৃত্তি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির আবৃত্তি-শিল্পী রাগীব রহমান ও কামরুন নাহার মুন্নী। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে ‘ভয়েস আব ইন্সপাইরেশন’ নামে মূকাভিনয় করেন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
×