ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৪ হাজার রানের সামনে রিয়াদ

প্রকাশিত: ২৩:৪৫, ৬ ডিসেম্বর ২০২০

৪ হাজার রানের সামনে রিয়াদ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু টি২০ কাপে ব্যাটসম্যানরা যেন নতুন মাইলফলক স্পর্শের মঞ্চ হিসেবে নিয়েছেন। ইতোমধ্যে চলমান আসরে আফিফ হোসেন ধ্রুব ১ হাজার, লিটন কুমার দাস ২ হাজার ও সাকিব আল হাসান ৫ হাজার রান পূর্ণ করেছেন। তবে সবার ওপরে এক্ষেত্রে তামিম ইকবাল, বাঁহাতি এই ওপেনার পূর্ণ করেছেন ৬ হাজার টি২০ রান। বাংলাদেশের পক্ষে টি২০ ক্রিকেটে রান করার ক্ষেত্রে সবার ওপরে তিনি। এবার দেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার টি২০ রানের মালিক হতে চলেছেন বাংলাদেশের টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাত্র ৩৩ রান প্রয়োজন মাহমুদুল্লাহর। তার ওপরে আছেন- তামিম ২১৪ ম্যাচে ৬০৩৬ রান, সাকিব ৩১৩ ম্যাচে ৫০২৫ রান ও মুশফিকুর রহিম ১৯৭ ম্যাচে ৪১৩৯ রান করে। চলতি আসরে জেমকন খুলনার নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ। তবে গত ৫ ম্যাচে খুব বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে- ১৭, ৭, ১, ৪৫ ও ২৪। সবমিলিয়ে ২১৯ টি২০ ম্যাচে মাহমুদুল্লাহ ২৪.৭৯ গড় ও ১২০.১০ স্ট্রাইকরেটে এখন পর্যন্ত করেছেন ৩৯৬৭ রান। ১৩টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।
×