ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্টে জয়ের পথে নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৩:৪৫, ৬ ডিসেম্বর ২০২০

হ্যামিল্টন টেস্টে জয়ের পথে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে-মুচড়ে দিয়ে হ্যামিল্টন টেস্টে জয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের (২৫১) দুর্দন্ত ডাবল সেঞ্চুরি, ওপেনার টম লাথামের ৮৬ এবং শেষদিকে কাইল জার্মেইনসনের অপরাজিত ৫১ রানের সৌজন্যে ৭ উইকেটে ৫১৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে কিউইরা। জবাবে টিম সাউদি (৪/৩৫) ও নেইল ওয়াগনারের (২/৩৩) পেস তাণ্ডবে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে সফরকারী ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসেও ১৯৬ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে জেসন হোল্ডারের দল। শনিবার ১৫ উইকেট হারানোর বিভীষকাময় দিনের শেষভাগে অবশ্য পাল্টা আক্রমণে গেছেন জার্মেইন ব্লাকউড ও আলজারি জোসেফ। ৬ নম্বরে নেমে ৯৮ বলে ৮০ রানে অপরাজিত ব্লাকউড। আট নম্বরে নেমে জোসেফ অপরাজিত আছেন ৫৯ রানে। ইনিংস হার এড়াতেই ওয়েস্ট ইন্ডিজের চাই আরও ১৮৫ রান। হ্যামিল্টনের বাউন্সি কন্ডিশনে আজ চতুর্থদিন সকালে সেই কাজটা সফরকারীদের জন্য সত্যি কঠিন। বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে বড় জয়ের পথে উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ওয়েলিংটনে ১১ ডিসেম্বর শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
×