ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কনকাশন বিতর্ক উড়িয়ে সিরিজ জিততে চান কোহলি

প্রকাশিত: ২৩:৪৩, ৬ ডিসেম্বর ২০২০

কনকাশন বিতর্ক উড়িয়ে সিরিজ জিততে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজ ২-১এ হারলেও টি২০তে দারুণ শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রবীন্দ্র জাদেজার ইনজুরি ও কনকাশন বদলি। আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ঝড়োইনিংস খেলেন জাদেজা। পরবর্তীতে তার কনকাশন সাব হিসেবে মাঠে নেমে বল হাতে ম্যাজিক দেখান যুবেন্দ্র চাহাল। গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। তবে নিয়মের যুক্তি দেখিয়ে এ বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না কোহলি। ভারত অধিনায়কের লক্ষ্য একটাই টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। সিডনিতে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০। ‘কনকাশন সাব আসলেই অদ্ভুত; আজ হয়তো আমাদের বেলায় ভাল কাজ করেছে, আগামী দিনে সেটা নাও করতে পারে, এটা এখন নিয়ম, ক্রিকেটের অংশ। তাই এ নিয়ে কি-ই বা বলার আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যানবেরায় জাড্ডু (জাদেজা) অসাধারণ ব্যাটিং করেছে, পরে বল হাতে চাহালও প্রত্যাশা পূরণ করে। আমাদের লক্ষ্য একটাই জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করা’ বলেন কোহলি। ক্রিকেটের নিয়ম নিয়ে আসলেই কি বলার আছে, কিন্তু জাদেজার বেলায় ঠিক নিয়ম নয়, নিয়মের ফাঁকটা কাজে লাগিয়েছে ভারত। ব্যাটিংয়ের সময় শেষ ওভারে প্রতিপক্ষ পেসার মিচেল স্টার্কের বল ব্যাটে লেগে জাদেজার মাথায় আঘাত করেছিল। তাৎক্ষণিক ঘাবড়ে গেলেও ওভার শেষ করে ড্রেসিং রুমে ফেরেন তিনি। নিজেদের ফিল্ডিংয়ের সময় তার পরিবর্তে মাঠে নামেন যুবেন্দ্র চাহাল। সাধারণ ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা তৈরি হয়েছে চাহাল জাদেজার ‘কনকাশন সাব’ হওয়ায়। সাধারণত কোন খেলোয়াড় মাথায় আঘাত পেয়ে খেলার অনুপযুক্ত হয়ে পড়লে সেটা মাঠে গিয়ে ফিজিও পর্যবেক্ষণ করেন। ড্রেসিং রুমে ফেরার পর ডাক্তার ও ম্যাচ রেফারির সঙ্গে আলাপ করে ‘কনকাশন’ বদলির সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু জাদেজা মাথায় আঘাত পাওয়ার পর ভালমতোই ব্যাটিং শেষ করে এসেছেন, মেরেছেন বাউন্ডারিও এবং ফিজিওকে সেটি পর্যবেক্ষণ করতে হয়নি। আর কনকাশনের নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানের বদলি কেবল ব্যাটসম্যান, বোলারের পরিবর্তক বোলারই হবেন। এক্ষেত্রে অলরাউন্ডার জাদেজার পরিবর্তে নামানো হয় জেনুইন লেগস্পিনার চাহালকে। বিষয়টি নজরে এনে প্রতিবাদও জনিয়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ। কিন্তু ম্যাচ রেফারি তাতে কর্ণপাত করেননি। চাহাল ওভাবে ম্যাচটা জিতিয়ে দেয়ার কারণেই হয়তো এখন এ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আর যার ‘কনকাশন’ ঘিরে এত বিতর্ক, সেই জাদেজা টি২০ সিরিজ থেকেই পুরোপুরি ছিটকে গেছেন।
×