ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসিকে নিয়ে বার্সিলোনায় গৃহযুদ্ধ!

প্রকাশিত: ২৩:৪৩, ৬ ডিসেম্বর ২০২০

মেসিকে নিয়ে বার্সিলোনায় গৃহযুদ্ধ!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সিলোনা। কিন্তু সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না স্প্যানিশ জায়ান্টদের। গত মৌসুমটা বাজেভাবে কাটানোর পর চলতি মৌসুমেও নড়বড়ে পারফর্মেন্স উপহার দিচ্ছে কাতালান ক্লাবটি। নতুন মৌসুমের শুরুটা এতটাই বাজেভাবে করেছে যে, এই মুহূর্তে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান মেসি-গ্রিজম্যানদের। এরমধ্যে আবার আর্থিক সমস্যায় পড়ে গেছে বার্সিলোনা। দেনার দায়ে ডুবতে বসেছে ক্লাবটি। হ্যাঁ, ঠিক এমনটাই খবর স্প্যানিশ সংবাদমাধ্যমের। বার্সার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কার্লেস তুসকেতস মনে করেন, গত মৌসুম শেষে লিওনেল মেসি যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন তখন তাকে বেঁচে দিলে অন্তত এখনকার চেয়ে আরও ভাল অবস্থানে থাকতেন তারা। কিন্তু বার্সিলোনার ভারপ্রাপ্ত সভাপতি কার্লেস তুসকেতসের এমন মন্তব্য ভালভাবে নেননি ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যান। তার মতে ক্লাবের ভেতর থেকে আসা এই ধরনের মন্তব্য দলের জন্য সহায়ক নয়। কোম্যান সাফ জানিয়ে দেন, ক্লাবের বাইরে থেকে আসা মন্তব্যে আমার আগ্রহ নেই। কিন্তু ক্লাবের ভেতরের কেউ এমন কিছু বললে আমাদের জন্য ক্ষতি বয়ে আনে। ক্লাবের বাইরের ঘটনা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ভেতরের বিষয়টা আলাদা। এদিকে ২০১৭ সালে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। এরপর থেকেই বার্সাতে ফেরার গুঞ্জন ওঠে ব্রাজিলিয়ান ফুটবলের এই প্রতিভাবান তারকার। যদিও সেই গুঞ্জন এখন পর্যন্ত কোনরকম বাস্তবতার মুখ দেখেনি। তবে নাটক কম হয়নি। ২০১৯ সালে নেইমারের বার্সাতে ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। বার্সিলোনাও অনেক চেষ্টা করেছিল নেইমারকে ফেরানোর এবং নেইমার নিজেও চেয়েছিল বার্সাতে যাওয়ার। কিন্তু পিএসজির বাধার কারণে নেইমার যেতে পারেনি। করোনার কারণে এখন আর বার্সার আর্থিক অবস্থা অতটা ভাল নয় যতটা হলে তারা নেইমারকে কিনতে পারবে। বার্সার সভাপতি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া অনেকেই বলেছেন নেইমারের বার্সায় ফেরা সম্ভব কেবল ফ্রিতেই। অথবা তাকে ফেরাতে হলে বেশ কিছু খেলোয়াড় বিক্রি করে সেই টাকা দিয়ে কিনতে হবে। তারমধ্যে আবার নেইমারের সর্বশেষ মন্তব্য গুঞ্জন বাড়িয়ে দিয়েছে। আগামী মৌসুমে মেসির সঙ্গে খেলতে চেয়ে নেইমার যে মন্তব্য করেছেন সেখানে অনেকেই বিভিন্ন হিসেব মেলানোর চেষ্টা করছেন। নেইমারের ওইরকম মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল বার্সা কোচ কোম্যানের কাছে। তিনি বরং জানিয়েছেন নেইমারকে বার্সাতে আনার কথা। কোম্যান বলেন, ‘আমি কারও ব্যক্তিগত কোন বিষয়ে কথা বলতে চাই না। তবে একজন বার্সাভক্ত হিসেবে আপনি আপনার দলে সেরা খেলোয়াড়কে চাইবেন। একটি ক্লাব হিসেবে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেরা খেলোয়াড়কে দলে আনার।’ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বিরতি শেষে আজ আবারও মাঠে নামছে কাতালান ক্লাবটি। লা লিগায় কাদিসের মুখোমুখি হবে বার্সিলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। প্রতিপক্ষের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে রোনাল্ড কোম্যানের শিষ্যদের। কেননা গত অক্টোবরে শিরোপাধারী রিয়াল মাদ্রিদকেই যে তাদের মাঠেই হারিয়েছিল কাদিস।
×