ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় ঝুঁকি কাদের

প্রকাশিত: ২৩:১৬, ৬ ডিসেম্বর ২০২০

করোনায় ঝুঁকি কাদের

* যাদের বয়স ১৮ থেকে ৩৪ বছর, তাদের স্বভাবতই অল্প উপসর্গ দেখা যায়। * কিন্তু তাদের মধ্যে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থুলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ফল কিন্তু ঠিক উল্টো। তাদের প্রায় ১/৩ অংশ রোগীর আইসিইউ চিকিৎসা লাগছে এবং মৃত্যুর হারও অনেক বেশি। * ২ হাজার ৩ শ’ ২২ জনের ওপর গবেষণার ফল এটাই বলছে। * করোনায় রোগী মারা যায় রক্ত জমাট বাঁধার কারণে। * জমাট বাঁধার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় যারা, ডায়াবেটিক, হাইপারটেনসিভ ও স্থুল তাদের ক্ষেত্রে। * এ বয়সীদের স্বভাবতই নিয়ম না মানার প্রবণতা অনেক বেশি। তারা মাস্ক ব্যবহার করতে চায় না, সামাজিক দূরত্বও মানছে না। * ফলে ঝুঁকি বেড়ে যাচ্ছে অনেক বেশি। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×