ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যামেরার সামনে টিকা নেবেন ডব্লিউএইচও প্রধান

প্রকাশিত: ২৩:১৪, ৬ ডিসেম্বর ২০২০

ক্যামেরার সামনে টিকা নেবেন ডব্লিউএইচও প্রধান

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার ক্যামেরার সামনে টিকা নিতে রাজি ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসেস। এর আগে সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ওয়াকার বুশ ও বারাক ওবামা ক্যামেরার সামনে টিকা নেয়ার কথা জানান। পরে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও টিকা নেয়ার ব্যাপারে তার আগ্রহের কথা বলেন। আবার ডব্লিউএইচও বলেছে, বিশ্ব এখন মহামারী শেষ হওয়ার স্বপ্ন দেখতে পারে। আর ওষুধ প্রস্তুতকারী মর্ডানা জানিয়েছে, টিকায় ৩ মাস থাকছে এ্যান্টিবডি। ফাইজারের ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিয়েছে বাহরাইন। কঠোর লকডাউনের পথে ক্যালিফোর্নিয়া। দক্ষিণ কোরিয়ায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। বিশ^ব্যাপী শনিবার পর্যন্ত ৬ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৭০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৫ লাখ ৩০ হাজার ৪০২ জন। সুস্থ হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ৪৩১ জন। এখনও চিকিৎসাধীন আছে এক কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২৯ জন। যাদের মধ্যে এক লাখ ৬ হাজার ৮০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে সাবেক তিন মার্কিন প্রেসিডেন্টের মতো ক্যামেরার সামনে করোনাভাইরাসের টিকা গ্রহণের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসেস। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। বিশ্বের একাধিক দেশের একাধিক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ইতোমধ্যে করোনার টিকা গ্রহণ করেছেন। টিকা নিয়ে জনমনে বিভিন্ন ভয়-ভীতি দূর করতেই তাদের এই উদ্যোগ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন ক্যামেরার সামনে টিকা নেয়ার কথা ঘোষণা দিয়েছেন। শুক্রবার ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, এটি খুব ভাল পদক্ষেপ। আমি মনে করি তারা ইতোমধ্যে যে দায়বদ্ধতা দেখিয়েছেন সেটি খুবই ভাল। তারা অন্যদের প্রভাবিত করতে পারবেন। কারণ তাদের প্রভাব অন্যদের ওপর অনেক বেশি। এসময় সাংবাদিকরা জানতে চান তিনিও এমন পদক্ষেপ নেবেন কিনা। জবাবে তিনি বলেন, এই একই কাজ করতে পারলে আমি খুবই খুশি হবো। আমি সত্যিই খুব খুশি হবো। তবে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হওয়ার কারণে সবার আগে তিনি টিকা নেবেন না। কারণ এই সংস্থার একটা নিয়ম রয়েছে। তা হলো সবার মধ্যে সমানভাবে টিকা বণ্টন করা। আধানম বলেন, আমি নিশ্চিত করব কখন আমার সময় এসেছে। আমি অন্য কারও টিকা নিতে চাই না। কারণ আমার থেকেও টিকার প্রয়োজন অন্য কারও বেশি থাকতে পারে। অন্যদিকে মার্কিন নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহ দিতে ক্যামেরার সামনে নিজেরা টিকা নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডব্লউ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, ড. এ্যান্টনি ফাউচিস টিকাকে নিরাপদ ও কার্যকর মনে করলে ওবামা সেই টিকা নেবেন। বারাক ওবামা বলেন, কথা দিচ্ছি, যখন কম ঝুঁকিতে মানুষের জন্য টিকা উন্মুক্ত করা হবে, আমি টেলিভিশনে বা ক্যামেরার সামনে সেই টিকা নেব। ডব্লিউএইচওর আশাবাদ ॥ ডব্লিউএইচও প্রধান গ্যাব্রিয়াসেস বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে নিজে থেকে মহামারী থামিয়ে দেবে না। জাতিসংঘের সাধারণ পরিষদের একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি। আশার কথাও শুনিয়েছেন গ্যাব্রিয়াসেস। বলেছেন, এখন মহামারী অবসানের স্বপ্ন দেখা যেতেই পারে! ফাইজার-বায়োএনটেক ও মডার্না আলাদাভাবে করোনাভাইরাসের দুটি টিকার কার্যকারিতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণের ফল ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমন মন্তব্য করলেন। তিনি বলেন, আমাদের কাছে করোনা মোকাবেলার যেসব সরঞ্জাম রয়েছে, টিকা তার পরিপূরক হতে পারে, প্রতিস্থাপক নয়। টিকা নিজ থেকে কখনও মহামারীর সমাপ্তি ঘটাবে না বলেই মনে করছেন গ্যাব্রিয়াসেস। ভ্যাকসিন আসার বাস্তবতায় খানিক আশার আলো জ্বেলে তিনি বলেছেন, করোনা মহামারী শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব।
×