ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বসন্ত সন্ধ্যায় নিখাইসহ তিন নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ২৩:১৪, ৬ ডিসেম্বর ২০২০

বসন্ত সন্ধ্যায় নিখাইসহ তিন নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে তার জন্ম ইতিহাস। পরিস্থিতির কারণে কখনও বা হারিয়ে যায় সেই পরিচয়। আবার ঘটনাচক্রে নানা সূত্র ধরে বেরিয়ে আসে জন্মের অজানা অধ্যায়। আর সেই আত্মপরিচয়ের গল্পময় নাটক নিখাই। থিয়েটারের (আরামবাগ) প্রযোজনাটি শনিবার মঞ্চস্থ হলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এছাড়াও বসন্ত সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে আরও দুই নাটক। নাট্যশালার স্টুডিও থিয়েটার পরিবেশিত হয়েছে শূন্যন রেপার্টরি থিয়েটার প্রযোজিত নাটক লাল জমিন। অন্যদিকে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে দর্শকরা দেখেছে আরণ্যক নাট্যদলের নতুন প্রযোজনা কহে ফেসবুক। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্টসংখ্যক আসন ফাঁকা রেখে অনুষ্ঠিত হয়েছে প্রতিটি প্রদর্শনী। রচনার পাশাপাশি নিখাই নাটকের নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। ব্রিটিশ শাসন আমলের প্রেক্ষাপটে বিস্তৃত হয়েছে প্রযোজনাটির ডালপালা। একটা স্টিমার ঘাটকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। নানান জায়গার নানা ধরনের লোকের আনাগোনা সেখানে। তাই স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। তবে এক বৃদ্ধ দশটি বছর ধরে আবাস গড়েছেন ওই ঘাটে। বলা যায় তিনিই সেখানকার স্থায়ী বাসিন্দা। নিত্যদিনের মাঝে হঠাৎ একদিন মাঝরাতে এক ব্রিটিশ দারোগা সস্ত্রীক হাজির হন সেই ঘাটে। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরী। কিন্তু কোন মাঝি না পাওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। একের পর এক ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এরই মাঝে বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় আত্মপরিচয়-সন্ধানী নিখাই নাটকের কাহিনী। থিয়েটারের ৩৪তম প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, প্রবীর দত্ত, তৌহিদুল ইসলাম, ইউসা আনতারা প্রমুখ। মান্নান হীরা রচিত শূন্যন রেপার্টরি থিয়েটার প্রযোজিত লাল জমিন নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনাটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকের কাহিনীতে উঠে এসেছে তেরো পেরিয়ে চৌদ্দ ছুঁই ছুঁই এক কিশোর কন্যার গল্প। কিশোরীর চোখজুড়ে রয়েছে লাল পদ্মের জন্য ছায়াপ্রেম। এক মধ্যরাতে সে শুনতে বাবা-মায়ের গুঞ্জন। সেই গুঞ্জনে শুধু মুক্তি আর স্বাধীনতা শব্দ দুটি গেঁথে যায় তার মনে। অগোচরে যুদ্ধে চলে যায় বাবা। কিশোরীও নানা কৌশলে যুদ্ধের আয়োজন করে। কিন্তু বয়স তাকে দেয় না অনুমোদন। এবার কিশোরীর সেই ছায়া-প্রেম দাঁড়ায় সম্মুখে, সে চিনতে পারে তার সেনাপতিকে। তারপর যুদ্ধযাত্রা। লক্ষ্যে পৌঁছুবার আগেই পুরুষ যোদ্ধারা কেউ শহীদ হন, কেউ নদীর জলে হারিয়ে যায়। পাঁচ যুবতীসহ যুদ্ধযাত্রী এই কিশোরীর জীবনে ঘটে নানা অভিজ্ঞতা। চৌদ্দ বছরের কিশোরীর ধবধবে সাদা জমিন যুদ্ধকালীন নয় মপাসে রক্তরাঙা হয়ে ওঠে। এই কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মুক্তিযুদ্ধ ও যুদ্ধাত্তর এক নারীর সংগ্রামী নাট্যপ্রকাশ হয়ে ওঠে লাল জমিন। আরণ্যক নাট্যদলের ৬২তম প্রযোজনা কহে ফেসবুক। শনিবার সন্ধ্যায় নাটকটির তৃতীয় মঞ্চায়ন হলো মহিলা সমিতি মিলনায়তনে। রচনার পাশাপাশি নাটকের নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। প্রযুক্তির কল্যাণে মানুষের আবেগ-অনুভূূতি ক্রমশ বিলুপ্ত হওয়ার ঘটনাপ্রবাহ উঠে এসেছে কাহিনীতে। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন কামরুল হাসান, রুবলী চৌধুরী, আরিফ হোসেন, জোবায়ের জাহিদ, সুরভী রায় প্রমুখ।
×